জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ হুমায়ুন কবীর চৌধুরী পদত্যাগ করেছেন। আজ রোববার বিশ্ববিদ্যালয়ের আচার্য ও রাষ্ট্রপতি বরাবর করা আবেদনে পদত্যাগের সিদ্ধান্তের কথা জানিয়েছেন তিনি। বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার গিয়াস উদ্দিন প্রথম আলোকে বিষয়টি নিশ্চিত করেছেন।
আবেদনপত্রে হুমায়ুন কবীর চৌধুরী বলেছেন, ‘গত বছরের ৫ ডিসেম্বর থেকে কোষাধ্যক্ষের দায়িত্ব পালন করে আসছি। গত ১১ আগস্ট বিশ্ববিদ্যালয়ের উপাচার্য মহোদয় পদত্যাগ করার পর থেকে ছাত্র, শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীদের সার্বিক সহযোগিতায় নিয়মিত ক্লাস-পরীক্ষা চলমান রেখে বিশ্ববিদ্যালয়ের পরিবেশ স্বাভাবিক রাখার আপ্রাণ চেষ্টা করেছি। ব্যক্তিগত ও পারিবারিক কারণে কোষাধ্যক্ষ পদ থেকে পদত্যাগ করলাম।’
গত বুধবার জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে নতুন উপাচার্য হিসেবে সমাজকর্ম বিভাগের অধ্যাপক রেজাউল করিমকে নিয়োগ দিয়ে প্রজ্ঞাপন জারি করে শিক্ষা মন্ত্রণালয়। তিনি বিশ্ববিদ্যালয়টির সপ্তম উপাচার্য। নিয়োগ পাওয়ার পরদিন গত বৃহস্পতিবার তিনি উপাচার্য হিসেবে যোগ দেন। এরপর আজ কোষাধ্যক্ষের পদ থেকে পদত্যাগ করলেন মার্কেটিং বিভাগের অধ্যাপক হুমায়ুন কবীর চৌধুরী।