ছুটি না নিয়ে শিক্ষা প্রতিষ্ঠানে অনুপস্থিত থাকায় ৩৪ শিক্ষককে শোকজ করা হয়েছে। আগামী পাঁচ কর্মদিবসের মধ্যে শিক্ষকদের শোকজের জবাব দিতে বলা হয়েছে।
মাউশির বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, জুনে দেশের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান ডিজিটাল মনিটরিং সিস্টেমের আওতায় মাধ্যমিকের মাঠপর্যায়ের কর্মকর্তারা পূর্বঘোষণা ছাড়াই শিক্ষাপ্রতিষ্ঠান পরিদর্শন করেন। পরিদর্শনের সময় ৩৪ শিক্ষককে বিদ্যালয়ে উপস্থিত থাকতে দেখা যায়নি। তাঁরা অননুমোদিতভাবে অনুপস্থিত ছিলেন। আগামী পাঁচ কর্মদিবসের মধ্যে উপস্থিত না থাকার সুস্পষ্ট কারণ মাউশিতে পাঠাতে হবে।
শিক্ষকদের তালিকা দেখতে এখানে ক্লিক করুন।