দশম শ্রেণির পড়াশোনা
১. একজন পূর্ণবয়স্ক মানুষের দেহে প্রায় কত লিটার রক্ত থাকে?
ক. ৫-৬ লিটার খ. ৫-৭ লিটার
গ. ৬-৭ লিটার ঘ. ৮-৯ লিটার
২. মানুষের দেহের মোট ওজনের শতকরা কত ভাগ রক্ত থাকে?
ক. প্রায় ৮% খ. প্রায় ৯%
গ. প্রায় ১০% ঘ. প্রায় ১১%
৩. রক্ত কোন ধরনের ‘টিস্যু’ নিয়ে গঠিত?
ক. ভাজক খ. সরল যোজক
গ. তরল যোজক ঘ. জটিল
৪. রক্তের মধ্যে শতকরা কত ভাগ ‘রক্তরস’ থাকে?
ক. ৫০% খ. ৫৫%
গ. ৬০% ঘ. ৬৫%
৫. রক্তের মধ্যে শতকরা কত ভাগ ‘রক্তকণিকা’ থাকে?
ক. ৪৫% খ. ৫০%
গ. ৫৫% ঘ. ৬০%
৬. ‘রক্তকণিকা’ প্রধানত কয় প্রকার?
ক. দুই খ. তিন
গ. চার ঘ. পাঁচ
৭. রক্তরস আলাদা করলে রক্তকণিকার বর্ণ কেমন দেখায়?
ক. লাল খ. হলুদ
গ. সাদা ঘ. বর্ণহীন
৮. রক্তরসে শতকরা কত ভাগ পানি থাকে?
ক. প্রায় ৬০% খ. প্রায় ৭০%
গ. প্রায় ৮০% ঘ. প্রায় ৯০%
৯. রক্তের লোহিত কণিকা দেখতে কেমন?
ক. দ্বি-অবতল খ. অবতল
গ. দ্বি-উত্তল ঘ. উত্তল
১০. লোহিত কণিকার আয়ু প্রায় কত মাস?
ক. ৪ মাস খ. ৫ মাস
গ. ৬ মাস ঘ. ৭ মাস
সঠিক উত্তর
অধ্যায় ৩: ১.ক ২.ক ৩.গ ৪.খ ৫.ক ৬.খ ৭.খ ৮.ঘ ৯.ক ১০.ক
মোহাম্মদ আক্তার উজ জামান, প্রভাষক, সরকারি রূপনগর মডেল স্কুল অ্যান্ড কলেজ, ঢাকা