দশম শ্রেণির পড়াশোনা
১১. স্বাধীন গৌড় রাজ্যের প্রতিষ্ঠাতা কে ছিলেন?
ক. অশোক খ. সমুদ্রগুপ্ত
গ. চন্দ্রগুপ্ত মৌর্য ঘ. শশাঙ্ক
১২. শশাঙ্ককে মহাসামন্ত বলা হয় কেন?
ক. তিনি শক্তিশালী ছিলেন বিধায়
খ. নিজেই উপাধি দিয়েছিলেন
গ. স্বাধীন রাজ্যের প্রতিষ্ঠাতা হওয়ায়
ঘ. গুপ্তদের অধীনে বড় অঞ্চলের শাসক ছিলেন বলে
১৩. শশাঙ্ক প্রথম কোথায় রাজ্য স্থাপন করেন?
ক. বাংলায় খ. পুণ্ড্রে
গ. গৌড়ে ঘ. সমতটে
১৪. শশাঙ্ক কে ছিলেন?
ক. বঙ্গরাজ খ. গৌড়রাজ
গ. বরেন্দ্ররাজ ঘ. পুণ্ড্ররাজ
১৫. শশাঙ্কের সময়ে নিজ শক্তি বৃদ্ধির জন্য কোন রাজা অপর রাজ্যের রাজকন্যাকে বিবাহ করেন?
ক. রাজ্যবর্ধন খ. গ্রহবর্মণ
গ. প্রভাকরবর্ধন ঘ. দেবগুপ্ত
১৬. রাজ্যবর্ধন কার কাছে পরাজিত হন?
ক. জয়বর্ধনের খ. অশোকের
গ. দেবগুপ্তের ঘ. শশাঙ্কের
১৭. শশাঙ্কের ধর্ম কী ছিল?
ক. জৈন খ. শৈব
গ. হিন্দু ঘ. বৌদ্ধ
১৮. মৌখরীরাজ গ্রহবর্মণকে পরাজিত করেন কে?
ক. চন্দ্রগুপ্ত মৌর্য খ. শশাঙ্ক
গ. দেবগুপ্ত ঘ. সমুদ্রগুপ্ত
১৯. স্বাধীন বঙ্গরাজ্যের অবস্থান ছিল—
i. পুণ্ড্রনগরের পূর্বে
ii. দক্ষিণ–পূর্ব বাংলায়
iii. পশ্চিম বাংলার দক্ষিণাঞ্চলে
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. i ও iii
গ. ii ও iii ঘ. i, ii ও iii
২০. বাংলায় শশাঙ্কের মৃত্যুর পর কত বছর অরাজকতা ও বিশৃঙ্খলা চলেছিল?
ক. প্রায় ৮০ বছর খ. প্রায় ৯০ বছর
গ. প্রায় ১০০ বছর ঘ. প্রায় ১১০ বছর
সঠিক উত্তর
অধ্যায় ৪: ১১.ঘ ১২.ঘ ১৩.ক ১৪.খ ১৫.খ ১৬.ঘ ১৭.খ ১৮.গ ১৯.গ ২০.গ
আযীযুন নাহার, প্রভাষক, উইল্স লিট্ল ফ্লাওয়ার স্কুল অ্যান্ড কলেজ, ঢাকা