এসএসসি ২০২৪ - ব্যবসায় উদ্যোগ | অধ্যায় ৪ : বহুনির্বাচনি প্রশ্ন (৮১-৯০)

পূর্ণাঙ্গ সিলেবাস অনুসারে

অধ্যায় ৪

৮১. যৌথ মূলধনী ব্যবসায়ের গঠন—

i. বেশ জটিল

ii. আনুষ্ঠানিকতাপূর্ণ

iii. খুব সহজ ও সাবলীল

নিচের কোনটি সঠিক?

ক. i ও ii খ. ii ও iii

গ. i ও iii ঘ. i, ii ও iii

৮২. ‘সমবায়’ শব্দের অর্থ কী?

ক. একতাই বল খ. সততা

গ. বিশ্বাস ঘ. সম্মিলিত উদ্যোগ

৮৩. যৌথ মূলধনী কারবারের সদস্যদের দ্বারা সরবরাহকৃত পুঁজিকে কী বলে?

ক. পুঁজি খ. বিনিয়োগ

গ. শেয়ার ঘ. শেয়ার মূলধন

৮৪. কত সালে পল্লী উন্নয়ন একাডেমি (BARD) প্রতিষ্ঠিত হয়?

ক. ১৯১৪ সালে খ. ১৯৪৪ সালে

গ. ১৯৫৯ সালে ঘ. ১৯৮৯ সালে

৮৫. বিশ্বের প্রথম সমবায় সমিতি প্রতিষ্ঠিত হয় কত সালে?

ক. ১৮৫৭ সালে খ. ১৮৪৪ সালে

গ. ১৯১৩ সালে ঘ. ১৯৮৭ সালে

৮৬. উপমহাদেশে প্রথম কখন সমবায়ের উদ্যোগ গ্রহণ করা হয়?

ক. ১৮৪৪ সালে খ. ১৮৪৭ সালে

গ. ১৯১৩ সালে ঘ. ১৯০৪ সালে

৮৭. কলকাতার বেঙ্গল কো-অপারেটিভ ফেডারেশন প্রতিষ্ঠা হয় কত সালে?

ক. ১৮৪৪ সালে খ. ১৯১৮ সালে

গ. ১৯১৯ সালে ঘ. ১৯২৪ সালে

৮৮. বাংলাদেশ পল্লী উন্নয়ন একাডেমি (BARD) কোথায় অবস্থিত?

ক. ঢাকায় খ. চট্টগ্রামে

গ. রাজশাহীতে ঘ. কুমিল্লায়

৮৯. সমবায় ব্যাংক লিমিটেড প্রতিষ্ঠিত হয় কত সালে?

ক. ১৯৭১ সালে খ. ১৯৭২ সালে

গ. ১৯৮১ সালে ঘ. ১৯৮৪ সালে

৯০. বাংলাদেশের বর্তমান সমবায় আইন কত সালের?

ক. ১৯৭২ সালের খ. ১৯৮৭ সালের

গ. ২০০১ সালের ঘ. ২০০৮ সালের

সঠিক উত্তর

অধ্যায় ৪: ৮১.ক ৮২.ঘ ৮৩.গ ৮৪.গ ৮৫.খ ৮৬.ঘ ৮৭.খ ৮৮.ঘ ৮৯.খ ৯০.গ

মো. আলতাফ হোসেন, প্রভাষক, বীরশ্রেষ্ঠ মুন্সী আব্দুর রউফ পাবলিক কলেজ, ঢাকা