পূর্ণাঙ্গ সিলেবাস অনুসারে
১১. ক্রিয়া যার দ্বারা সম্পাদিত হয় তাকে কী বলে?
ক. কর্তা কারক খ. কর্ম কারক
গ. করণ কারক ঘ. অপাদান কারক
১২. কর্তা কারকে ‘-এ’ বিভক্তির উদাহরণ কোনটি?
ক. পাগলে কি না বলে
খ. শিক্ষককে জানাও
গ. ভেড়া দিয়ে চাষ করা সম্ভব নয়
ঘ. রাজীব বাংলা ব্যাকরণে ভালো
১৩. বাক্যের কর্তা বা উদ্দেশ্য কী?
ক. কর্ম কারক খ. কর্তা কারক
গ. সম্বন্ধ কারক ঘ. করণ কারক
১৪. কোন কারকে সাধারণত বিভক্তি যুক্ত হয় না?
ক. অধিকরণ কারক
খ. করণ কারক
গ. কর্তা কারক
ঘ. কর্ম কারক
১৫. কাব্যভাষায় কর্মকারকে কোন বিভক্তি যুক্ত হয়?
ক. -এ খ. -কে
গ. -র ঘ. -রে
১৬. বাক্যের কর্ম কত প্রকার?
ক. দুই খ. তিন
গ. চার ঘ. পাঁচ
১৭. যার দ্বারা বা যে উপায়ে কর্তা ক্রিয়া সম্পাদন করে, তাকে কী বলে?
ক. কর্তৃ কারক খ. কর্ম কারক
গ. করণ কারক ঘ. অপাদান কারক
১৮. সাধারণত কোন কর্ম কারকে বিভক্তি হয় না?
ক. গৌণ কর্ম খ. মুখ্য কর্ম
গ. কর্ম কারক ঘ. অনুসর্গ
১৯. কোন কারকে ‘দ্বারা’, ‘কর্তৃক’ ইত্যাদি অনুসর্গ যুক্ত হয়?
ক. অধিকরণ কারক
খ. করণ কারক
গ. কর্তৃ কারক
ঘ. কর্ম কারক
২০. অপাদান কারকে ক্রিয়ার কী নির্দেশ করা হয়?
ক. উত্স খ. অবস্থা
গ. অবস্থান ঘ. অর্থ
সঠিক উত্তর
পরিচ্ছদ ৩৫: ১১.ক ১২.ক ১৩.খ ১৪.গ ১৫.ঘ ১৬.ক ১৭.খ ১৮.খ ১৯.খ ২০.ক
মোস্তাফিজুর রহমান, শিক্ষক, বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ পাবলিক কলেজ, ঢাকা