পুনর্বিন্যাসকৃত সিলেবাস অনুসারে
৪১. সমুদ্রের পানির pH এর মান কত?
ক. 7.7 খ. 8.0
গ. 8.2-9.2 ঘ.10
৪২. অনুবন্ধী অ্যাসিড ও ক্ষারক যুগলের মধ্যে পার্থক্য কী?
ক. একটি H পরমাণু
খ. একটি H+ আয়ন
গ. এক অণু পানি
ঘ. একটি OH- আয়ন
৪৩. কোনটি HCO3-এর অনুবন্ধী ক্ষারক?
ক. H2CO3 খ. CO
গ. CO32- ঘ. CO2
৪৪. কোনটি প্রোটন দান করে?
ক. ক্ষারক খ. অম্ল
গ. আইসোটোপ ঘ. আইসোবার
৪৫. ব্রনস্টেড–লাউরি মতবাদ অনুসারে পানির বৈশিষ্ট্য কীরূপ?
ক. অম্ল খ. ক্ষারক
গ. উভধর্মী ঘ. নিরপেক্ষ
৪৬. কোনটি মনোপ্রোটিক অম্ল?
ক. H2SO4 খ. H2CO3
গ. HClO4 ঘ. H3PO3
৪৭. কোনটি ডাইপ্রোটিক অম্ল?
ক. HNO3 খ. H2PO4
গ. H2SO4 ঘ. HCl
৪৮. কোনটি সর্বাধিক শক্তিশালী অ্যাসিড?
ক. CH3COOH খ. ClCH2COOH
গ. Cl2CHCOOH ঘ. CCl3COOH
৪৯. নিচের কোনটি লুইস ক্ষারক?
ক. AlCl3 খ. NH3
গ. BF3 ঘ. C2H4
৫০. লুইস অ্যাসিড কোনটি?
ক. NH3 খ. R - NH2
গ. PH3 ঘ. BF3
সঠিক উত্তর
অধ্যায় ১: ৪১.গ ৪২.খ ৪৩.গ ৪৪.খ ৪৫.গ ৪৬.গ ৪৭.গ ৪৮.ঘ ৪৯.খ ৫০.ঘ
মো. আসাদুজ্জামান, সহকারী অধ্যাপক, ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজ, ঢাকা