৮১. বাদ্যযন্ত্র তৈরিতে আমরা যে কাঠ ব্যবহার করি তা হলো—
i. ফাইবার জাইলেম
ii. ফাইবার ফ্লোয়েম
iii. স্কোলেরেনকাইমা
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. i ও iii
গ. ii ও iii ঘ. i, ii ও iii
৮২. অ্যারেনকাইমা পাওয়া যায় কোনটিতে?
ক. বাঁশে খ. শাপলায়
গ. পেয়ারায় ঘ. মুখা ঘাসে
৮৩. সরল টিস্যু—
i. ৩ ধরনের
ii. কোষের সাইটোপ্লাজম ঘন
iii. এর কোষগুলোর আকার আকৃতি অভিন্ন
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. i ও iii
গ. ii ও iii ঘ. i, ii ও iii
৮৪. জাইলেম ফাইবারের কাজ কী?
ক. অতিরিক্ত পানি পরিত্যাগ করা
খ. আকৃতি ঠিক রাখা
গ. পানি ও খনিজ পদার্থ পরিবহণ
ঘ. উদ্ভিদকে নমনীয় করা
৮৫. আসবাবপত্র তৈরিতে কোনটি ব্যবহৃত হয়?
ক. জাইলেম প্যারেনকাইমা
খ. ফ্লোয়েম ফাইবার
গ. সেকেন্ডারি জাইলেম
ঘ. সেকেন্ডারি ফ্লোয়েম
৮৬. পাটের আঁশ কোন ধরনের টিস্যু?
ক. জাইলেম ফাইবার
খ. সেকেন্ডারি জাইলেম ফাইবার
গ. সেকেন্ডারি ফ্লোয়েম ফাইবার
ঘ. স্কেলেরেনকাইমা
৮৭. জাইলেম টিস্যু কয় ধরনের?
ক. ২ ধরনের খ. ৩ ধরনের
গ. ৪ ধরনের ঘ. ৫ ধরনের
৮৮. জাইলেম ফাইবার কোন জাতীয় কোষ?
ক. প্যারেনকাইমা খ. কোলেনকাইমা
গ. অ্যারেনকাইমা ঘ. স্ক্লেরেনকাইমা
৮৯. জটিল টিস্যু কয় ধরনের?
ক. ২ ধরনের খ. ৩ ধরনের
গ. ৪ ধরনের ঘ. ৫ ধরনের
৯০. ভাজক টিস্যুর বৈশিষ্ট্য কোনটি?
ক. কোষগুলো স্থায়ী
খ. কোষগহবর আছে
গ. কোষগুলো বিভাজনে সক্ষম
ঘ. আন্তঃকোষীয় ফাঁক আছে
সঠিক উত্তর
অধ্যায় ২: ৮১.খ ৮২.খ ৮৩.খ ৮৪.গ ৮৫.গ ৮৬.গ ৮৭.ক ৮৮.ঘ ৮৯.ক ৯০.গ
মোহাম্মদ আক্তার উজ জামান, প্রভাষক, সরকারি রূপনগর মডেল স্কুল অ্যান্ড কলেজ, ঢাকা