দশম শ্রেণির পড়াশোনা
১০১. স্প্রেডশিট প্রোগ্রামের বৈশিষ্ট্য কী—
i. গ্রাফভিত্তিক কাজ করা
ii. বুলেটের ব্যবহার
iii. সূত্রের ব্যবহারভিত্তিক কাজ করা
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. i ও iii
গ. ii ও iii ঘ. i, ii ও iii
১০২. ওয়ার্কশিটের প্রতিটি আয়তাকার অংশকে কী বলে?
ক. কলাম খ. সারি
গ. সেল ঘ. ঘর
১০৩. সেল কত প্রকার?
ক. ২ খ. ৩
গ. ৪ ঘ. ৫
১০৪. কলাম বা সারির প্রতিটি উপাদানকে কী বলে?
ক. সেল খ. স্প্রেডশিট
গ. রো কলাম ঘ. ওয়ার্কশিট
১০৫. ওয়ার্কশিটের ওপর থেকে নিচের দিকে চলে আসা ঘরের সমষ্টিকে কী বলে?
ক. Worksheet খ. Column
গ. Row ঘ. Cell
১০৬. ওয়ার্কশিটের বাম দিক থেকে ডান দিকে পাশাপাশি চলে যাওয়া ঘরের সমষ্টিকে কী বলে?
ক. Column খ. Row
গ. Cell ঘ. Worksheet
১০৭. ওয়ার্কশিটের সিলেক্ট করা ঘরসমষ্টিকে কী বলা হয়?
ক. শিট খ. রেঞ্জ
গ. কলাম ঘ. সারি
১০৮. Excel2007-এ সারির সংখ্যা কোনটি?
ক. 10,48,576 খ. 8,192
গ. 255 ঘ. 256
১০৯. স্প্রেডশিটে গুণ করার জন্য কোথায় সূত্র প্রদান করতে হয়?
ক. প্রথম সেলে
খ. যেকোনো সেলে
গ. ফলাফল সেলে
ঘ. অ্যাড্রেস বারে
১১০. স্প্রেডশিট প্রোগ্রামের চূড়ান্ত পর্যায়ের কাজ কোনটি??
ক. ওয়ার্কশিট তৈরি করা
খ. ওয়ার্কশিট ফরম্যাটিং করা
গ. ফাংশন কির ব্যবহার
ঘ. শিফট কির ব্যবহার
সঠিক উত্তর
অধ্যায় ৪: ১০১.খ ১০২.গ ১০৩.ক ১০৪.ক ১০৫.খ ১০৬.খ ১০৭.খ ১০৮.ক ১০৯.গ ১১০.খ
প্রকাশ কুমার দাস, সহকারী অধ্যাপক, মোহাম্মদপুর প্রিপারেটরি স্কুল অ্যান্ড কলেজ, ঢাকা