পুনর্বিন্যাসকৃত সিলেবাস অনুসারে
২১. কবি শামসুর রাহমান অক্টোবর মাসের কত তারিখে জন্মগ্রহণ করেন?
ক. ১৩ খ. ১৮
গ. ২৩ ঘ. ২৬
২২.‘মানবিক বাগান’ শব্দের অর্থ কী?
ক. মনের জগৎ খ. মানবীয় জগৎ
গ. মানবীয় ধর্ম ঘ. মানব মহিমা
২৩.‘ফেব্রুয়ারি ১৯৬৯’ কবিতায় কিসের গন্ধে ভরপুর?
ক. দুর্গন্ধে খ. স্মৃতিগন্ধে
গ. সুগন্ধে ঘ. বারুদের গন্ধে
নিচের উদ্দীপকটি পড়ে ২৪ ও ২৫ নম্বর প্রশ্নের উত্তর দাও।
‘দু’তীর শ্যামল কবিতা আনে ফুল-ফসলেতে ভরা এই স্বাক্ষর তরুণ প্রাণের অরুণ রক্তক্ষরা।’
২৪. উদ্দীপকের ‘তরুণ প্রাণের’ সঙ্গে ‘ফেব্রুয়ারি ১৯৬৯’ কবিতার কোন চেতনার মিল বিন্যাস পাওয়া যায়?
ক. অশুভ চেতনা খ. পরিশ্রমী চেতনা
গ. সংগ্রামী চেতনা ঘ. মনুষ্য চেতনা
২৫. উদ্দীপক ও উক্ত কবিতায় যে বিষয়টি ফুটে উঠেছে—
i. সংগ্রামী চেতনা
ii. গৌরব
iii. দেশপ্রেম
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. i ও iii
গ. ii ও iii ঘ. i, ii ও iii
২৬. ‘ফেব্রুয়ারি ১৯৬৯’ কবিতায় বরকত কার থাবার সম্মুখে বুক পাতেন?
ক. নরপিশাচের খ. দালালের
গ. ঘাতকের ঘ. শত্রুর
২৭. সালামের মুখে পূর্ব বাংলা কীরূপ?
ক. তরুণ খ. কিশোর
গ. যুবক ঘ. বৃদ্ধ
২৮. ‘ফেব্রুয়ারি ১৯৬৯’ কবিতায় বীরের রক্তে কার অশ্রু ঝরে?
ক. ভাইয়ের খ. বোনের
গ. মায়ের ঘ. পত্নীর
২৯. ‘ফেব্রুয়ারি ১৯৬৯’ কবিতায় বাস্তবের বিশাল চত্বরে ফোটে ফুল আমাদেরই—
ক. জীবন খ. সম্পদ
গ. প্রাণ ঘ. কল্যাণের প্রতীক
৩০. ‘ফেব্রুয়ারি ১৯৬৯’ কবিতায় সালামের হাতে নক্ষত্রের মতো কীরূপ বর্ণমালা ঝরে?
ক. অফুরন্ত খ. অবিনাশী
গ. অশেষ ঘ. অনিঃশেষ
সঠিক উত্তর
ফেব্রুয়ারি ১৯৬৯: ২১.গ ২২.খ ২৩.খ ২৪.গ ২৫.খ ২৬.গ ২৭.ক ২৮.গ ২৯.গ ৩০.খ
মো. সুজাউদ দৌলা, সহকারী অধ্যাপক, রাজউক উত্তরা মডেল কলেজ, ঢাকা