দশম শ্রেণির পড়াশোনা
৫১. কোন ধরনের বিনিয়োগকারীর বিনিয়োগের মূল্য সুদের হারের সঙ্গে ওঠানামা করে?
ক. ব্যবসায় বিনিয়োগকারী
খ. বন্ড বিনিয়োগকারী
গ. শেয়ারে বিনিয়োগকারী
ঘ. বাজারে বিনিয়োগকারী
৫২. প্রাপ্ত আয় সবচেয়ে ঝুঁকিবহুল কোনটি থেকে?
ক. ট্রেজারি বিল খ. বন্ড
গ. শেয়ার ঘ. ব্যবসায়
৫৩. ঝুঁকিমুক্ত আয়ের উদাহরণ কোনটি?
ক. শেয়ার থেকে প্রাপ্ত আয়
খ. ব্যবসা থেকে প্রাপ্ত আয়
গ. লগ্নি থেকে প্রাপ্ত আয়
ঘ. ট্রেজারি বন্ড থেকে প্রাপ্ত আয়
৫৪. তারল্য ঝুঁকি কিসের ওপর নির্ভর করে?
ক. ক্রেতার অর্থের ওপর
খ. বাজারের আকার ও কাঠামোর ওপর
গ. ক্রেতার ওপর
ঘ. বিক্রেতার ওপর
৫৫. ট্রেজারি বিল থেকে প্রাপ্ত আয় কেন ঝুঁকিমুক্ত?
ক. প্রাপ্ত আয় অনিশ্চিত থাকে বলে
খ. প্রাপ্ত আয় নির্দিষ্ট থাকে বলে
গ. প্রাপ্ত আয় বেশি হয় বলে
ঘ. প্রাপ্ত আয় অনির্দিষ্ট থাকে বলে
৫৬. একটি কোম্পানি ভবিষ্যতে কী পরিমাণ লভ্যাংশ দেবে, তা কিসের ওপর নির্ভর করে?
ক. ভবিষ্যতের বিনিয়োগের ওপর
খ. কোম্পানির ইচ্ছার ওপর
গ. ভবিষ্যতে অর্জিত মুনাফার ওপর
ঘ. ম্যানেজারের ওপর
৫৭. ব্যবসাপ্রতিষ্ঠানের দৃষ্টিকোণ থেকে ঝুঁকি—
i. ব্যবসায়িক ঝুঁকি
ii. আর্থিক ঝুঁকি
iii. মুনাফার প্রভাব
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. i ও iii
গ. ii ও iii ঘ. i, ii ও iii
৫৮. কোনটি অনিশ্চয়তার বৈশিষ্ট্য?
ক. এটি নিয়ন্ত্রণযোগ্য
খ. এটি নিয়ন্ত্রণযোগ্য নয়
গ. এটি পরিমাপযোগ্য
ঘ. এটি কমানো যায়
৫৯. প্রত্যাশিত ও প্রাপ্ত ফলাফলের মধ্যে পার্থক্যকে কী বলা হয়?
ক. অনিশ্চয়তা খ. বিচ্যুতি
গ. আয় ঘ. ব্যয়
৬০. অনিশ্চয়তার যে অংশ পরিমাপ করা যায়, তাকে কী বলা হয়?
ক. আশঙ্কা খ. বিচ্যুতি
গ. আয় ঘ. ঝুঁকি
সঠিক উত্তর
অধ্যায় ৫: ৫১.খ ৫২.গ ৫৩.ঘ ৫৪.খ ৫৫.খ ৫৬.গ ৫৭.ক ৫৮.খ ৫৯.খ ৬০.ঘ
মো. শফিকুল ইসলাম ভূঞা, সিনিয়র শিক্ষক, ঢাকা ক্যান্টনমেন্ট গার্লস পাবলিক স্কুল অ্যান্ড কলেজ, ঢাকা