২৯. আল্লাহ তায়ালার সঙ্গে কাউকে শামিল করাকে কী বলা হয়?
ক. কুফর খ. শিরক
গ. নিফাক ঘ. ফাসিক
৩০. শিরক সবচেয়ে বড় জুলুম বলেছেন কে?
ক. আল্লাহ তায়ালা
খ. মহানবি (সা.)
গ. হজরত আবু বকর (রা.)
ঘ. হজরত লুকমান (আ.)
৩১. পৃথিবীর সকল প্রকার জুলুমের মধ্যে সবচেয়ে বড় কোনটি?
ক. শিরক খ. নিফাক
গ. কুফর ঘ. ফিসক
৩২. শিরক করার অপরাধ কী?
ক. মার্জনীয় খ. ক্ষমার যোগ্য
গ. ক্ষমার অযোগ্য ঘ. বড় ধরনের অপরাধ
৩৩. ইসলামি শরিয়তে নিফাকের অবস্থান কী?
ক. ছোট পাপ খ. সগিরা গুনাহ
গ. কিছুই না ঘ. কবিরা গুনাহ
৩৪. কোরআন মজিদে কাকে মিথ্যাবাদী বলা হয়েছে?
ক. কাফিরকে খ. মুনাফিককে
গ. মুশরিককে ঘ. মূর্তিপূজারিকে
৩৫. ‘রিসালাত’ শব্দের অর্থ কী?
ক. বিশ্বাস খ. ভিত্তি
গ. বার্তা ঘ. উপদেশ
৩৬. কারা মানবজাতির জন্য অনুপম আদর্শ?
ক. আলেমগণ খ. হাফেজগণ
গ. শহিদগণ ঘ. নবি-রাসুলগণ
৩৭. নবি-রাসুলগণ অতুলনীয় ছিলেন কিসে?
ক. ধৈর্য ও ক্ষমতায়
খ. ক্ষমা ও দয়ায়
গ. বুদ্ধিমত্তায়
ঘ. কর্তব্যনিষ্ঠা ও দায়িত্ব পালনে
৩৮. দ্বীনের মূল কাঠামো কী রূপ?
ক. এক ও অভিন্ন খ. অবিভাজ্য
গ. অনুসরণীয় ঘ. দ্বীনভিত্তিক
৩৯. ‘আমিই শেষ নবি। আমার পরে আর কোনো নবি নেই।’—বাণীটি কোন হাদিস গ্রন্থে উল্লেখ আছে?
ক. সহি মুসলিম খ. সহি বুখারি
গ. নাসায়ি শরিফ ঘ. ইবনে মাজাহ
৪০. ‘আল-বুরহান’ শব্দের অর্থ কী?
ক. সত্য খ. জ্যোতি
গ. পথনির্দেশ ঘ. সুস্পষ্ট প্রমাণ
৪১. ‘আশ-শিফা’ শব্দের অর্থ কী?
ক. উপদেশ খ. নিরাময়
গ. অনুগ্রহ ঘ. সম্মানিত
৪২. ‘আল-মজিদ’ শব্দের অর্থ কী?
ক. নিরাময় খ. সদুপদেশ
গ. সম্মানিত ঘ. উপদেশ
৪৩. মৃত্যুর পরবর্তী জীবনকে কী বলে?
ক. বারজাখ খ. আখিরাত
গ. পুলসিরাত ঘ. কিয়ামত
৪৪. আখিরাতের জীবনের প্রথম স্তর কী?
ক. হাশর খ. কবর
গ. কিয়ামত ঘ. মৃত্যু
৪৫. ‘প্রত্যেক প্রাণীকেই মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে’—এটি কোন সুরার আয়াত?
ক. আল বাকারা খ. আল ইমরান
গ. আল আম্বিয়া ঘ. আন-নাহল
৪৬. পরকালে মানুষের আমলনামা কখন হাতে দেওয়া হবে?
ক. কবরে খ. মিজানে
গ. হাশরের মাঠে ঘ. পুলসিরাতে
৪৭. কিসে বিশ্বাস করা ছাড়া মুমিন ও মুত্তাকি হওয়া যায় না?
ক. দানশীলতায় খ. আতিথেয়তায়
গ. সিরাতে ঘ. উদারতায়
৪৮. ক্ষুধার্তকে খাদ্য দান করলে আল্লাহ তায়ালা তাকে জান্নাতে কী দান করবেন?
ক. সুস্বাদু খাদ্য খ. সুস্বাদু ফল
গ. সুস্বাদু পানীয় ঘ. সিলমোহরকৃত পাত্র
৪৯. কোনটি জান্নাতের স্তর?
ক. দারুস সাকার খ. দারুস সাইর
গ. দারুল কারার ঘ. দারুল জাহিম
৫০. জান্নাত পাওয়ার উপায় কী?
ক. ইমান ও চরিত্র খ. ইমান ও দয়া
গ. ইমান ও সত্কর্ম
ঘ. ইমান ও আচার-আচরণ
৫১. ‘আর তারা আখিরাতে দৃঢ়বিশ্বাস রাখে’—এখানে ‘তারা’ বলতে কাদের কথা বলা হয়েছে?
ক. মুমিন খ. মুসলিম
গ. মুসল্লি ঘ. মুত্তাকি
সঠিক উত্তর
অধ্যায় ১: ২৯. খ ৩০. ক ৩১. ক ৩২. গ ৩৩. ঘ ৩৪. খ ৩৫. গ ৩৬. ঘ ৩৭. ঘ ৩৮. ক ৩৯. ক ৪০. ঘ ৪১. খ ৪২. গ ৪৩. খ ৪৪. ঘ ৪৫. খ ৪৬. গ ৪৭. গ ৪৮. খ ৪৯. গ ৫০. গ ৫১. ঘ
নূরে আলম ফেরদৌস, উপাধ্যক্ষ, বিএএফ শাহীন কলেজ, ঢাকা