দশম শ্রেণির পড়াশোনা
৪১. মানুষের হৃৎপিণ্ড কয় প্রকোষ্ঠবিশিষ্ট হয়?
ক. ২টি খ. ৩টি
গ. ৪টি ঘ. ৫টি
৪২. পেরিকার্ডিয়াল পর্দা দ্বারা আবৃত থাকে কোনটি?
ক. হৃৎপিণ্ড খ. শিরা
গ. ধমনি ঘ. কৈশিক জালিকা
৪৩. ‘অ্যাট্রিয়ামের’ অপর নাম কী?
ক. অলিন্দ খ. নিলয়
গ. ধমনি ঘ. শিরা
৪৪. ‘ভেন্ট্রিকলের’ অপর নাম কী?
ক. অলিন্দ খ. নিলয়
গ. ধমনি ঘ. শিরা
৪৫. শিরার উৎপত্তিস্থল কোথায়?
ক. কৈশিক জালিকা
খ. কৈশিক ধমনি
গ. ধমনি
ঘ. উপশিরা
৪৬. ‘হৃদ্পিণ্ডের সংকোচন’কে কী বলে?
ক. সিস্টোল খ. ডায়াস্টোল
গ. ডায়ালাইসিস ঘ. থ্রম্বোসিস
৪৭. স্বাভাবিক অবস্থায় ‘সিস্টোলিক চাপ’ কত?
ক. ১১০-১৪০ মিমি
খ. ৬০-৯০ মিমি
গ. ১২০-২৮০ মিমি
ঘ. ১৩০-১৯০ মিমি
৪৮. স্বাভাবিক অবস্থায় ‘ডায়াস্টোলিক চাপ’ কত?
ক. ৬০-৯০ মিমি
খ. ১০০-১২০ মিমি
গ. ১২০-১৮০ মিমি
ঘ. ১৭০-২০০ মিমি
৪৯. বাম নিলয়ের সঙ্গে কয়টি পালমোনারি শিরা যুক্ত থাকে?
ক. দুইটি খ. তিনটি
গ. চারটি ঘ. পাঁচটি
৫০. অক্সিজেনসমৃদ্ধ রক্ত কিসের মাধ্যমে সারা দেহে ছড়িয়ে পড়ে?
ক. ধমনি খ. মহাশিরা
গ. ফুসফুসীয় শিরা ঘ. নিম্ন মহাশিরা
সঠিক উত্তর
অধ্যায় ৩: ৪১.গ ৪২.ক ৪৩.ক ৪৪.খ ৪৫.ক ৪৬.ক ৪৭.ক ৪৮.ক ৪৯.গ ৫০.ক
মোহাম্মদ আক্তার উজ জামান, প্রভাষক, সরকারি রূপনগর মডেল স্কুল অ্যান্ড কলেজ, ঢাকা