ষষ্ঠ শ্রেণির নতুন বই - বাংলা | অধ্যায় ৫ - সংক্ষেপে উত্তর দাও

ষষ্ঠ শ্রেণির পড়াশোনা

অধ্যায় ৫

১. প্রশ্ন: ‘আমার দেখা নয়াচীন’ রচনার লেখক কে?

উত্তর: বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান।

২. প্রশ্ন: কত সালে বঙ্গবন্ধু চীন সফরে গিয়েছিলেন?

উত্তর: ১৯৫২ সালে।

৩. প্রশ্ন: ‘আমার দেখা নয়াচীন’ কোন জাতীয় রচনা?

উত্তর: বিবরণমূলক।

৪. প্রশ্ন: ‘আমার দেখা নয়াচীন’ কত সালে লেখা হয়?

উত্তর: ১৯৫৪ সালে।

৫. প্রশ্ন: প্রথমে তাঁরা কোথায় গিয়েছিলেন?

উত্তর: মিউজিয়ামে।

৬. প্রশ্ন: তাঁরা কোন শহরের পাবলিক লাইব্রেরি দেখেছিলেন।

উত্তর: সাংহাই।

৭. প্রশ্ন: ছেলেদের খেলার মাঠে কতজন ছেলেমেয়ে খেলা করছে?

উত্তর: হাজার তিনেক।

৮. প্রশ্ন: কোন দেশের সাইকেল সস্তা ছিল?

উত্তর: চেকশ্লোভাকিয়ার।

৯. প্রশ্ন: চীনের জনগণ বিদেশি জিনিস খুব কম কেনে কেন?

উত্তর: দেশপ্রেমের কারণে।

১০. প্রশ্ন: নয়াচীন অর্থ কী?

উত্তর: নতুন চীন।

জাহেদ হোসেন, সিনিয়র শিক্ষক, বিয়াম মডেল স্কুল অ্যান্ড কলেজ, ঢাকা