সপ্তম শ্রেণির নতুন বই - বাংলা | অধ্যায় ৫ - ‘কত কাল ধরে’ রচনার মূল বিষয়বস্তু (পর্ব - ১)

সপ্তম শ্রেণির পড়াশোনা

অধ্যায় ৫

ইতিহাসের পৃষ্ঠায় সময় তার সব চিহ্ন লুকিয়ে রাখে। এটা শুধু রাজা-বাদশাদের কথা নয়। বরং ইতিহাসের বড় অংশ জুড়ে রয়েছে সাধারণ মানুষের কথা। ‘কত কাল ধরে’ রচনায় বাঙালির আড়াই হাজার বছরের প্রাচীন ইতিহাসের ধারা বিশ্লেষণ করা হয়েছে। এতে রাজা-মন্ত্রী-সামন্ত-সৈন্য সব মানুষের জীবনের কথা রয়েছে।

হাজার বছর আগে এ দেশের পুরুষরা ধুতি পরত, মেয়েরা শাড়ি পরত। শুধু যোদ্ধারা জুতা ব্যবহার করত, সাধারণ লোকের তা সামর্থ্যের বাইরে ছিল। তবে তারা পায়ে কাঠের খড়ম পরত। এ ছাড়া সাজসজ্জার দিকে ঝোঁক ছিল বাঙালির। নারী ও পুরুষেরা নানা বাহারের চুল রাখত। মেয়েরা নানা রকম প্রসাধনী ব্যবহার করত। নারীদের পাশাপাশি পুরুষদেরও অলংকার ব্যবহারে চল ছিল।

জাহেদ হোসেন, সিনিয়র শিক্ষক, বিয়াম মডেল স্কুল অ্যান্ড কলেজ, ঢাকা