দশম শ্রেণি - বাংলাদেশ ও বিশ্বপরিচয় | অধ্যায় ৪ : বহুনির্বাচনি প্রশ্ন (৫১-৬০)

দশম শ্রেণির পড়াশোনা

অধ্যায় ৪

৫১. কালবৈশাখীর বৈশিষ্ট্য হলো—

i. বায়ু শুষ্ক ও শীতল থাকে

ii. পশ্চিম ও উত্তর–পশ্চিম দিক থেকে প্রবাহিত হয়

iii. দেশের উষ্ণতম ঋতুতে এটি সংঘটিত হয়

নিচের কোনটি সঠিক?

ক. i ও ii খ. i ও iii

গ. ii ও iii ঘ. i, ii ও iii

৫২. শীতকালে বাংলাদেশে উত্তাপ কমে, কারণ—

i. সূর্য দক্ষিণ গোলার্ধে থাকায়

ii. সূর্যরশ্মি তীর্যকভাবে পড়ায়

iii. সূর্য উত্তর গোলার্ধে থাকায়

নিচের কোনটি সঠিক?

ক. i ও ii খ. i ও iii

গ. ii ও iii ঘ. i, ii ও iii

৫৩. টারশিয়ারি যুগের পাহাড় হলো—

i. কেওক্রাডং

ii. লালমাই

iii. উত্তর ও উত্তর - পূর্বাঞ্চলের পাহাড়সমূহ

নিচের কোনটি সঠিক?

ক. i ও ii খ. i ও iii

গ. ii ও iii ঘ. i, ii ও iii

৫৪. ভূপ্রকৃতির ভিত্তিতে প্রধানত বাংলাদেশকে ভাগ করা যায় কয়টি শ্রেণিতে?

ক. ২ খ. ৩

গ. ৫ ঘ. ৬

৫৫. বাংলাদেশের মোট ভূমির কত ভাগ এলাকা টারশিয়ারি যুগের পাহাড় নিয়ে গঠিত?

ক. ৮ খ. ১০

গ. ১২ ঘ. ১৬

৫৬. প্লাইস্টোসিন যুগের সোপানসমূহকে কত ভাগে ভাগ করা যায়?

ক. ৫ খ. ৪

গ. ৩ ঘ. ২

৫৭. ১৯৭৪ সালে বাংলাদেশে মাথাপিছু জমির পরিমাণ ছিল?

ক. ০.২৭ একর খ. ০.২৮ একর

গ. ০.২৩ একর ঘ. ০.৩৫ একর

৫৮. বর্তমানে বাংলাদেশে মাথাপিছু জমির পরিমাণ কত?

ক. ০.২৫ একর খ. ০.২৮ একর

গ. ০.২১ একর ঘ. ০.১৫ একর

৫৯. শীতকালে সর্বোচ্চ তাপমাত্রা কত?

ক. ২৭ ডিগ্রি সে. খ. ২৮ ডিগ্রি সে.

গ. ২৯ ডিগ্রি সে. ঘ. ৩০ ডিগ্রি সে.

৬০. বাংলাদেশে বর্ষাকালের সময় কোনটি?

ক. জুন-অক্টোবর

খ. জানুয়ারি-মে

গ. মে-জানুয়ারি

ঘ. ফেব্রুয়ারি-আগস্ট

সঠিক উত্তর

অধ্যায় ৪: ৫১.ঘ ৫২.ক ৫৩.খ ৫৪.খ ৫৫.গ ৫৬.গ ৫৭.খ ৫৮.ক ৫৯.গ ৬০.ক

মো. আবুল হাছান, সিনিয়র শিক্ষক, আদমজী ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল, ঢাকা