সপ্তম শ্রেণির নতুন বই - ইংরেজি | Freedom of Choice - Read the Text (পর্ব - ১)

সপ্তম শ্রেণির পড়াশোনা

Freedom of Choice

Today, Nabiha and Tasfia are very excited. The reason for their excitement is that they have a picnic today at their school. Nabiha and Tasfia are cousins. They both are in class seven. They live in the same house with their parents and grandparents in a joint family. Today they want their grandmother to dress them beautifully.

আজ নাবিহা আর তাসফিয়া খুব উদ্বেলিত। এর কারণ হলো, আজ তাদের স্কুলে পিকনিক। নাবিহা ও তাসফিয়া চাচাতো বোন। তারা দুজনেই ক্লাস সেভেনে পড়ে। তারা একই বাড়িতে তাদের বাবা-মা ও দাদা-দাদির সঙ্গে যৌথ পরিবারে থাকে। আজ তারা চায় তাদের দাদি তাদের সুন্দর করে সাজিয়ে তুলুক।

Nabiha wants to go wearing a Sari. On the other hand, Tasfia likes Salwar–Kamiz. She wants to wear a blue Salwar–kameez. Nabiha wants to wear a red Sari. After dressing them up their grandmother tells them, they are looking like red and blue angels. When they arrived at the picnic, they saw everybody wearing their dresses of choice.

নাবিহা শাড়ি পরে যেতে চায়। অন্যদিকে সালোয়ার–কামিজ পছন্দ করে তাসফিয়া। সে নীল সালোয়ার–কামিজ পরতে চায়। নাবিহা একটা লাল শাড়ি পরতে চায়। তাদের ড্রেস–আপ করার পরে তাদের দাদি তাদের বলেন, তাদেরকে লাল এবং নীল দেবদূতের মতো দেখাচ্ছে। তারা যখন পিকনিকে পৌঁছে, তারা দেখে যে সবাই তাদের পছন্দের পোশাক পরেছে।

ইকবাল খান, প্রভাষক, বীরশ্রেষ্ঠ মুন্সী আব্দুর রউফ পাবলিক কলেজ, ঢাকা