৫১. ‘ব্ল্যাক ফরেস্ট’ কী?
ক. কালো বন খ. পাহাড়ি বন
গ. পর্বত ঘ. নদী
৫২. পিনাটুবো পর্বত কোথায় অবস্থিত?
ক. ভারতে খ. বাংলাদেশে
গ. জাপানে ঘ. ফিলিপাইনে
৫৩. সাতপুরা আগ্নেয় পর্বত কোন দেশে অবস্থিত?
ক. ভারতে খ. আফ্রিকায়
গ. জার্মানিতে ঘ. রাশিয়ায়
৫৪. বিন্ধ্যা পর্বত কোন দেশের অন্তর্গত?
ক. জার্মানি খ. বাংলাদেশ
গ. ভারত ঘ. শ্রীলঙ্কা
৫৫. ভিসুভিয়াস পর্বত কোন দেশে অবস্থিত?
ক. জার্মানি খ. ইতালি
গ. জাপান ঘ. যুক্তরাষ্ট্র
৫৬. অবস্থানের ভিত্তিতে মালভূমি কত ধরনের হয়?
ক. ২ ধরনের খ. ৩ ধরনের
গ. ৪ ধরনের ঘ. ৫ ধরনের
৫৭. ভূত্বকের দুটি স্তরের মধ্যে নিচের স্তর কোনটি?
ক. সিয়াল খ. সিমা
গ. সিম ঘ. সিলিকা
৫৮. ভূত্বক কী দ্বারা গঠিত?
ক. পারদ খ. গন্ধক
গ. তামা ঘ. শিলা
৫৯. গ্রানাইট কিসে রূপান্তরিত হয়?
ক. শ্লেটে খ. নিসে
গ. গ্রাফাইটে ঘ. মার্বেলে
৬০. শিলা চূর্ণ-বিচূর্ণ হয় কেন?
ক. প্রাকৃতিক কারণে
খ. শিলা অপসারণের কারণে
গ. নগ্নীভবনের কারণে
ঘ. বৃষ্টির কারণে
সঠিক উত্তর
অধ্যায় ৪: ৫১.গ ৫২.ঘ ৫৩.ক ৫৪.গ ৫৫.খ ৫৬.খ ৫৭.খ ৫৮.ঘ ৫৯.খ ৬০.ক
মো. শাকিরুল ইসলাম, প্রভাষক, ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজ, ঢাকা