[পূর্ববর্তী লেখার পর]
১৬. স্বরযন্ত্রের দুই ধারের দুটি পেশিকে কী বলে?
ক. অ্যালভিওলাস খ. ভোকাল কর্ড
গ. উপজিহ্বা ঘ. আলাজিহ্বা
১৭. নাসিকার পশ্চাৎ অংশ কোন পর্যন্ত বিস্তৃত?
ক. গলবিল খ. স্বরযন্ত্র
গ. শ্বাসনালি ঘ. নাসিকা ছিদ্র
১৮. CO2 কোষ আবরণ থেকে সবশেষে কোথায় প্রবেশ করে?
ক. লসিকায় খ. রক্তরসে
গ. কৈশিকনালিতে ঘ. রক্তকণিকায়
১৯. শ্বসনতন্ত্রের প্রধান অঙ্গের নাম কী?
ক. ট্রাকিয়া খ. ফুসফুস
গ. স্বরযন্ত্র ঘ. গলবিল
২০. ট্রাকিয়ার প্রাচীরের পেশির আকৃতি কেমন?
ক. দণ্ডাকৃতির খ. আংটি আকৃতির
গ. বলয় আকৃতির ঘ. শিম আকৃতির
২১. ফুসফুসের বায়ুথলিগুলোকে কী বলা হয়?
ক. মধ্যচ্ছদা খ. শ্বাসনালি
গ. অ্যালভিওলাস ঘ. গলবিল
২২. একটি ফুসফুসে অণুক্রোম শাখা থাকে কতটি?
ক. একটি খ. দুটি
গ. দশটি ঘ. অসংখ্য
২৩. ফুসফুসের গ্যাসীয় উপাদান বিনিময় হয় কোথায়?
ক. ব্রঙ্কাইয়ে খ. অ্যালভিওলাইয়ে
গ. ট্রাকিয়াতে ঘ. ব্রঙ্কিওলে
সঠিক উত্তর
অধ্যায় ৭: ১৬.খ ১৭.ক ১৮.খ ১৯.খ ২০.গ ২১.গ ২২.ঘ ২৩.খ
মোহাম্মদ আক্তার উজ জামান, প্রভাষক, সরকারি রূপনগর মডেল স্কুল অ্যান্ড কলেজ, ঢাকা
[পরবর্তী দিনের লেখা]