সঠিক শব্দ দিয়ে শূন্যস্থান পূরণ করো।
১. প্রশ্ন: জাতিসংঘ ____ সালের ১০ ডিসেম্বর মানুষের অধিকারকে স্বীকৃতি দিয়েছে।
উত্তর: জাতিসংঘ ১৯৪৮ সালের ১০ ডিসেম্বর মানুষের অধিকারকে স্বীকৃতি দিয়েছে।
২. প্রশ্ন: সকল সুযোগ-সুবিধা পাওয়ার অধিকারগুলো হচ্ছে ____ ।
উত্তর: সকল সুযোগ-সুবিধা পাওয়ার অধিকারগুলো হচ্ছে মানবাধিকার।
৩. প্রশ্ন: মানুষ জন্মগতভাবে ____ ।
উত্তর: মানুষ জন্মগতভাবে স্বাধীন।
৪. প্রশ্ন: প্রতিটি শিশুই একে অপরের থেকে ____ ।
উত্তর: প্রতিটি শিশুই একে অপরের থেকে আলাদা।
৫. প্রশ্ন: অটিজম কোনো ____ রোগ নয়।
উত্তর: অটিজম কোনো মানসিক রোগ নয়।
৬. প্রশ্ন: অটিজম মস্তিষ্কের একটি ____ সমস্যা।
উত্তর: অটিজম মস্তিষ্কের একটি বিকাশগত সমস্যা।
৭. প্রশ্ন: অটিস্টিক শিশুদের ____ ব্যবহারও ভিন্ন।
উত্তর: অটিস্টিক শিশুদের ভাষার ব্যবহারও ভিন্ন।
৮. প্রশ্ন: ____ শিশুর সাথে ক্লাসে কেমন ব্যবহার করা উচিত।
উত্তর: অটিস্টিক শিশুর সাথে ক্লাসে ভালো ব্যবহার করা উচিত।
৯. প্রশ্ন: অটিস্টিক শিশুদের ____ অনেক কম।
উত্তর: অটিস্টিক শিশুদের ধৈর্যশক্তিও অনেক কম।
১০. প্রশ্ন: অনেক শিশু পরিবারের অসচ্ছলতার জন্য ____ অধিকার থেকে বঞ্চিত।
উত্তর: অনেক শিশু পরিবারের অসচ্ছলতার জন্য শিক্ষার অধিকার থেকে বঞ্চিত।
১১. প্রশ্ন: বাংলাদেশে ১৮ বছরের কম বয়সী-শিশুদের জন্য শ্রম ____ ।
উত্তর: বাংলাদেশে ১৮ বছরের কম বয়সী-শিশুদের জন্য শ্রম বেআইনি।
১২. প্রশ্ন: শিশুদের বিদেশে পাচার করা ____ বিরোধী কাজ।
উত্তর: শিশুদের বিদেশে পাচার করা মানবাধিকার বিরোধী কাজ।
১৩. প্রশ্ন: কাজের ক্ষেত্রে মেয়েরা ছেলেদের মতো সমান ____ পায় না।
উত্তর: কাজের ক্ষেত্রে মেয়েরা ছেলেদের মতো সমান পারিশ্রমিক পায় না।
রাবেয়া সুলতানা, শিক্ষক, বিয়াম ল্যাবরেটরি স্কুল, ঢাকা