নবম শ্রেণির পড়াশোনা
১১. ‘হিন্দুর অক্ষর’ বলতে কী বোঝানো হয়েছে?
ক. সংস্কৃত ভাষাকে
খ. বাংলা ভাষাকে
গ. হিন্দি ভাষাকে
ঘ. নেপালি ভাষাকে
১২. কবিতায় ‘নরগণ’ বলতে কাদের বোঝানো হয়েছে?
ক. মানুষকে খ. পুরুষ মানুষকে
গ. সম্মানিত লোককে ঘ. নবি–রাসুলকে
১৩. কবিতায় কাকে ‘প্রভু’ বলা হয়েছে?
ক. জমিদারকে খ. কবিকে
গ. স্রষ্টাকে ঘ. মহাজনকে
১৪. ‘বঙ্গবাণী’ কবিতায় ‘হিন্দুয়ানি’ বলতে কী বোঝানো হয়েছে?
ক. হিন্দুর ভাষা খ. হিন্দুর আচরণ
গ. হিন্দুর পোশাক ঘ. হিন্দি ভাষা
১৫. আবদুল হাকিমের কবিতায় কিসের পরিচয় মেলে?
ক. শিল্পচর্চার খ. অনুপম ব্যক্তিত্বের
গ. ধর্মপ্রেমের ঘ. ইসলামি ঐতিহ্যের
১৬. কোন ধরনের লোকের প্রতি কবি তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন?
ক. গোঁয়ারগোবিন্দের মতো যারা
খ. বিদেশে থাকতে চায় যারা
গ. দেশি ভাষায় পরিতৃপ্ত নয় যারা
ঘ. দেশকে ভালোবাসে না যারা
১৭. কবি কাদের জন্মপরিচয় সম্পর্কে সন্দিহান?
ক. বাংলাদেশের সব মানুষের
খ. এ দেশের মুসলমানদের
গ. এ দেশের হিন্দুদের
ঘ. মাতৃভাষা অবজ্ঞাকারীদের
১৮. কবি আবদুল হাকিমের কাব্য রচনার উদ্দেশ্য কী?
ক. শিক্ষিতজনকে আনন্দ দান
খ. সাধারণ মানুষের তুষ্টি
গ. রাজকর্মচারীদের তুষ্টি
ঘ. আত্মপ্রচার করা
১৯. ‘নিজ দেশ তেয়াগি কেন বিদেশ ন যায়’—এখানে কোন ভাব ফুটে উঠেছে?
ক. ক্ষোভ খ. ঘৃণা
গ. ক্রোধ ঘ. আদেশ
২০. ‘সেই বাক্য বুঝে প্রভু আপে নিরঞ্জন’—এখানে ‘সেই বাক্য’ বলতে কী বোঝানো হয়েছে?
ক. বাংলা ভাষা
খ. সব ভাষা
গ. কোরআনের ভাষা
ঘ. হাদিসের ভাষা
সঠিক উত্তর
বঙ্গবাণী: ১১.খ ১২.ক ১৩.গ ১৪.ক ১৫.খ ১৬.গ ১৭.ঘ ১৮.খ ১৯.গ ২০.খ
মোস্তাফিজুর রহমান, শিক্ষক, বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ পাবলিক কলেজ, ঢাকা