প্রিয় এসএসসি ২০২৪ পরীক্ষার্থী, ব্যবসায় উদ্যোগ পরীক্ষা উপলক্ষে শেষ মুহুর্তে দেখে নাও অধ্যায় ১, অধ্যায় ২, অধ্যায় ৩, অধ্যায় ৪ ও অধ্যায় ৫ থেকে কিছু গুরুত্বপূর্ণ বহুনির্বাচনি প্রশ্ন।
১. ব্যবসায়ের উত্পত্তির মূল কারণ কোনটি?
ক. মুনাফা অর্জন খ. মানুষের অভাববোধ
গ. বাজার সৃষ্টি ঘ. শিল্পবিপ্লব
২. পণ্য উত্পাদনের সার্থকতা কিসের ওপর নির্ভর করে?
ক. বিক্রয় করে মুনাফা অর্জনের ওপর
খ. গুদামজাতকরণের ওপর
গ. ক্রয়-বিক্রয়ের ওপর
ঘ. মোড়কীকরণের ওপর
৩. কোন বন্দরকে ‘Porto Grando’ বলা হয়?
ক. চট্টগ্রাম খ. খুলনা
গ. কলকাতা ঘ. সপ্তগ্রাম
৪. বিনিময়ের মাধ্যম হিসেবে দুষ্প্রাপ্য ঝিনুকের ব্যবহার কোন যুগের বৈশিষ্ট্য?
ক. প্রাচীন খ. মধ্য
গ. আধুনিক ঘ. মোগল
৫. কোন শতাব্দীতে পর্তুগিজরা এ দেশে বাণিজ্য শুরু করেন?
ক. দ্বাদশ শতাব্দীতে খ. পঞ্চদশ শতাব্দীতে
গ. ষোড়শ শতাব্দীতে ঘ. অষ্টাদশ শতাব্দীতে
৬. কোনটি আইনগত পরিবেশের উপাদান?
ক. জাতি খ. মূলধন
গ. প্রযুক্তি আমদানির ঘ. ভোক্তা আইন
৭. বাণিজ্যের ক্ষেত্রে বাধা কয়টি?
ক. ৩টি খ. ৪টি
গ. ৫টি ঘ. ৬টি
৮. কোনটি প্রত্যক্ষ সেবার অন্তর্ভুক্ত নয়?
ক. আমদানি-রপ্তানি খ. ডাক্তারি
গ. প্রকৌশলী ফার্ম ঘ. অডিট ফার্ম
৯. খনি থেকে সম্পদ উত্তোলন কোন ধরনের শিল্পের অন্তর্গত?
ক. নির্মাণশিল্প খ. উত্পাদনশিল্প
গ. প্রজননশিল্প ঘ. নিষ্কাশনশিল্প
১০. কাগজি মুদ্রার প্রচলন ঘটে কোন যুগে?
ক. প্রাচীন যুগে খ. মধ্যযুগে
গ. আধুনিক যুগে ঘ. প্রস্তর যুগে
১১. ব্যবসায়ের মাধ্যমে কোনটি সৃষ্টি হয়?
ক. কর্মসংস্থান খ. যোগাযোগ
গ. বেকারত্ব ঘ. চাকরি
১২. ডেবিট কার্ডের প্রচলন ঘটে কোন যুগে?
ক. প্রাচীন যুগে খ. মধ্যযুগে
গ. আধুনিক যুগে ঘ. বিনিময় যুগে
১৩. গুদামজাতকরণ ব্যবসায়ের কোন শাখার অন্তর্গত?
ক. শিল্প খ. বাণিজ্য
গ. প্রত্যক্ষ সেবা ঘ. পণ্য উত্পাদন
১৪. পার্লার ব্যবসায় কোন শাখার অন্তর্গত?
ক. শিল্প খ. বাণিজ্য
গ. প্রত্যক্ষ সেবা ঘ. পণ্য উত্পাদন
১৫. অডিট ফার্ম কোন ধরনের ব্যবসায়ের অন্তর্গত?
ক. শিল্প খ. বাণিজ্য
গ. প্রত্যক্ষ সেবা ঘ. পণ্য উত্পাদন
১৬. মানবসম্পদ কোন পরিবেশের উপাদান?
ক. প্রাকৃতিক খ. অর্থনৈতিক
গ. সামাজিক ঘ. রাজনৈতিক
১৭. ভোক্তাদের মনোভাব কোন পরিবেশের উপাদান?
ক. প্রাকৃতিক খ. অর্থনৈতিক
গ. সামাজিক ঘ. রাজনৈতিক
১৮. কোনটি উত্পাদনের বাহন?
ক. বাণিজ্য খ. শিল্প
গ. পণ্য ঘ. কারখানা
১৯. ব্যবসায়ের তথ্যগত বাধা দূর করে কোনটি?
ক. বিমা খ. পরিবহন
গ. বিজ্ঞাপন ঘ. ব্যাংকিং
২০. কোন স্থানকে পতুর্গিজরা ‘Porto pequeno বা ক্ষুদ্র বন্দর’ নামে অভিহিত করেন?
ক. অষ্টগ্রাম খ. সপ্তগ্রাম
গ. চট্টগ্রাম ঘ. পায়রা
সঠিক উত্তর
অধ্যায় ১: ১.খ ২.ক ৩.ক ৪.খ ৫.গ ৬.ঘ ৭.ঘ ৮.ক ৯.ঘ ১০.খ ১১.ক ১২.গ ১৩.খ ১৪.গ ১৫.গ ১৬.গ ১৭.গ ১৮.খ ১৯.গ ২০.খ
১. কিসের অভাবে বাংলাদেশের অনেক শিল্পকারখানায় উত্পাদন পূর্ণমাত্রায় হচ্ছে না?
ক. স্থায়ী পুঁজি খ. চলতি পুঁজি
গ. নিজস্ব তহবিল ঘ. ব্যবসায়িক ঋণ
২. বিদ্যুৎ, গ্যাস ও যাতায়াত কী ধরনের সুবিধা?
ক. অবকাঠামোগত খ. সরকারি পৃষ্ঠপোষকতা
গ. আর্থসামাজিক ঘ. আইনশৃঙ্খলা
৩. ব্যবসায় স্থাপনের ধারণা চিহ্নিতকরণ থেকে শুরু করে ব্যবসায়টি স্থাপন ও সফলভাবে পরিচালনাকে কী বলে?
ক. উদ্যোগ খ. ব্যবসায় উদ্যোগ
গ. আত্মকর্মসংস্থান ঘ. শিল্প
৪. কোনটি উদ্যোক্তার ব্যক্তিগত গুণ?
ক. সাংগঠনিক ক্ষমতা
খ. বংশ ও পারিবারিক মর্যাদা
গ. ঝুঁকি এড়ানোর মনোভাব
ঘ. অভিজ্ঞতা ও মূলধনের কম ব্যবহার
৫. যে ব্যবসায়ে ঝুঁকি বেশি তাতে কী বিদ্যমান?
ক. মুনাফা কম
খ. লাভের সম্ভাবনা বেশি
গ. সহজে গঠন
ঘ. ব্যয় বেশি
৬. প্রত্যাশিত মুনাফা অর্জিত না হওয়াকে কী বলে?
ক. ঝুঁকি খ. ক্ষতি
গ. সম্ভাবনা ঘ. অনিশ্চয়তা
৭. কী কারণে দেশি ও বিদেশি বিনিয়োগকারীদের বিনিয়োগ করার ব্যাপারে নিরুত্সাহিত হতে দেখা যায়?
ক. প্রতিকূল প্রাকৃতিক উপাদান
খ. স্বল্প শ্রমের জোগান
গ. প্রতিকূল রাজনৈতিক উপাদান
ঘ. প্রতিকূল আইনগত উপাদান
৮. কোনটির মাধ্যমে শিল্প খাতসহ সব খাতের উন্নয়ন সম্ভব?
ক. উদ্যোগ খ. ব্যবসায় উদ্যোগ
গ. শিল্পোদ্যোগ ঘ. শিল্পোদ্যোক্তা
৯. উদ্যোক্তা কোনটি সৃষ্টি করেন?
ক. ব্যবসায়ের স্থায়িত্ব খ. মুনাফা বৃদ্ধির উপায়
গ. কর্মসংস্থান ঘ. শিল্পের কাঁচামাল
১০. ব্যবসায় উদ্যোগের উন্নয়নে কোনটি অন্যতম বাধা?
ক. সুপরিকল্পনা খ. প্রচলিত শিক্ষাব্যবস্থা
গ. চাকরির প্রতি আগ্রহ ঘ. বৃত্তিমূলক শিক্ষার অপর্যাপ্ততা
১১. উদ্যোক্তার চ্যালেঞ্জমূলক কাজ বলতে কী বোঝায়?
ক. যে কাজে ঝুঁকি ও সাফল্য সমান
খ. স্বল্প ঝুঁকি এবং সাফল্যের সম্ভাবনাপূর্ণ কাজ
গ. ঝুঁকিমুক্ত নিশ্চিত সাফল্যের কাজ
ঘ. ঝুঁকিপূর্ণ কাজ কিন্তু সাফল্য অনিশ্চিত
১২. কর মওকুফ কোন ধরনের সুবিধা?
ক. সামাজিক খ. অর্থনৈতিক
গ. বেসরকারি ঘ. সরকারি
১৩. সফল উদ্যোক্তা কিসের মাধ্যমে সিদ্ধান্ত নেন?
ক. মোকাবিলার সাহায্যে
খ. চ্যালেঞ্জের মাধ্যমে
গ. বিচার–বিশ্লেষণের মাধ্যমে
ঘ. একাগ্রতার সাহায্যে
১৪. বাংলাদেশে কোনটির ব্যাপক অভাব রয়েছে?
ক. সুষ্ঠু পরিকল্পনার
খ. বৃত্তিমূলক শিক্ষার অপর্যাপ্ততার
গ. চাকরির প্রতি আগ্রহ
ঘ. পৃথক কারিগরি শিক্ষার
১৫. ব্যবসায় স্থাপন ও সুষ্ঠুভাবে পরিচালনার কাজটি—
i. চ্যালেঞ্জমূলক
ii. অর্থনৈতিক
iii. ঝুঁকিপূর্ণ
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. i ও iii
গ. ii ও iii ঘ. i, ii ও iii
১৬. উন্নত দেশে ব্যবসায়ে অগ্রগতির প্রধান কারণ হলো—
i. ব্যবসায় প্রতিষ্ঠান পরিচালনার অনুকূল পরিবেশ
ii. অধিক কর্মসংস্থান
iii. ব্যবসায় সম্প্রসারণের অনুকূল পরিবেশ
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. i ও iii
গ. ii ও iii ঘ. i, ii ও iii
১৭. ব্যবসায় উদ্যোগ গড়ে ওঠার অনুকূল পরিবেশ—
i. পর্যাপ্ত পুঁজি
ii. প্রশিক্ষণের সুযোগ
iii. অধিক মুনাফা
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. i ও iii
গ. ii ও iii ঘ. i, ii ও iii
১৮. উদ্যোক্তার সফলতার জন্য গুরুত্বপূর্ণ হচ্ছে—
i. মুনাফার প্রতি আকর্ষণ
ii. ঝুঁকি গ্রহণের মানসিকতা
iii. আত্মবিশ্বাস
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. i ও iii
গ. ii ও iii ঘ. i, ii ও iii
১৯. ব্যবসায়ে ব্যর্থ হলে করণীয়—
i. ব্যর্থতার কারণগুলো বিশ্লেষণ
ii. ব্যর্থতা থেকে শিক্ষা নিয়ে নতুন উদ্যোগে কাজ শুরু করা
iii. প্রকল্প পরিবর্তন করা
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. i ও iii
গ. ii ও iii ঘ. i, ii ও iii
২০. কোনো বিশেষ কাজ যথাযথভাবে সম্পাদন করার স্বার্থে একান্ত প্রয়োজন—
i. জ্ঞান
ii. দক্ষতা
iii. প্রশিক্ষণ
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. i ও iii
গ. ii ও iii ঘ. i, ii ও iii
সঠিক উত্তর
অধ্যায় ২: ১.খ ২.ক ৩.খ ৪.ক ৫.খ ৬.ক ৭.গ ৮.খ ৯.গ ১০.গ ১১.ঘ ১২.ঘ ১৩.গ ১৪.ক ১৫.ঘ ১৬.খ ১৭.ক ১৮.গ ১৯.ক ২০.ঘ
১. কোন মন্ত্রণালয়ের মূল উদ্দেশ্য মহিলাদের স্বকর্মসংস্থান করে দেওয়া?
ক. BlM খ. MWA
গ. YTC ঘ. Notrams
২. বিশাল কর্মক্ষম বেকার জনগোষ্ঠীকে কাজে লাগানোর জন্য কী প্রয়োজন?
ক. চাকরি খ. শিল্প
গ. ব্যবসায় ঘ. আত্মকর্মসংস্থান
৩. কর্মসংস্থানকে কয়টি ভাগে ভাগ করা যায়?
ক. ২ ভাগে খ. ৩ ভাগে
গ. ৪ ভাগে ঘ. ৫ ভাগে
৪. বাংলাদেশে কোন ধরনের বেকারত্বের সংখ্যা প্রকট?
ক. সাময়িক খ. পূর্ণকালীন
গ. মৌসুমি ঘ. দীর্ঘকালীন
৫. ব্যবসায়ে সফলতা অর্জনের একটি গুরুত্বপূর্ণ বিষয় কোনটি?
ক. প্রশিক্ষণ
খ. দক্ষ শ্রমিক
গ. পর্যাপ্ত মূলধন
ঘ. পরিকল্পনা প্রণয়ন করা
৬. ব্যবসার সাফল্য অর্জনের পথকে সুগম করে—
i. সঠিক প্রযুক্তির ব্যবহার
ii. স্থানীয় ও আমদানিকৃত প্রযুক্তির সংমিশ্রণ
iii. বন্ধুবান্ধবের পরামর্শ
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. i ও iii
গ. ii ও iii ঘ. i, ii ও iii
৭. সানজিদা ইসলাম চাকরি না পেয়ে কিসের ওপর প্রশিক্ষণ নেন?
ক. মাছ চাষ খ. ফুল চাষ
গ. হাঁস–মুরগি পালন ঘ. পিঠা তৈরি
৮. আত্মকর্মসংস্থানের জন্য নিচের কোনটি সমস্যা নয়?
ক. মূলধন খ. ব্যাংক লোন
গ. বয়স ঘ. সরকারি সহায়তা
৯. ব্যবসায় সফলভাবে পরিচালনার জন্য পর্যাপ্ত হওয়া প্রয়োজন—
i. স্থায়ী মূলধন
ii. চলতি মূলধন
iii. ব্যাংক ঋণ
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. i ও iii
গ. ii ও iii ঘ. i, ii ও iii
১০. ব্যবসায়ের সাফল্যের অন্যতম শর্ত হচ্ছে—
i. অর্থায়ন করা
ii. ঝুঁকি নিরূপণ করা
iii. ঝুঁুকি মোকাবিলা করা
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. i ও iii
গ. ii ও iii ঘ. i, ii ও iii
১১. বাংলাদেশের মোট জনসংখ্যার কত ভাগ মানুষ গ্রামে বাস করে?
ক. ৫০ ভাগ খ. ৬৫ ভাগ
গ. ৭৫ ভাগ ঘ. ৮০ ভাগ
১২. ২০১১ সালের পরিসংখ্যান অনুযায়ী বাংলাদেশের জাতীয় অর্থনীতিতে কৃষি খাতের অবদান কত ভাগ?
ক. ১০ % খ. ১৫ %
গ. ২০ % ঘ. ৩০ %
১৩. ২০১১ সালের পরিসংখ্যান অনুযায়ী বাংলাদেশের জাতীয় অর্থনীতিতে শিল্প খাতের অবদান কত ভাগ?
ক. ১৫ % খ. ২০ %
গ. ৩০ % ঘ. ৫০ %
১৪. ২০১১ সালের পরিসংখ্যান অনুযায়ী বাংলাদেশের জাতীয় অর্থনীতিতে সেবা খাতের অবদান কত ভাগ?
ক. ২০% খ. ৪০%
গ. ৫০% ঘ. ৬০%
১৫. কোনটি উদ্যোক্তা বা কর্মচারীদের মনোভাবের উন্নতি সাধন করে?
ক. সদুপদেশ খ. প্রশিক্ষণ
গ. মুনাফা অর্জন ঘ. সাফল্য
১৬. প্রশিক্ষণ দরকার—
i. নতুন কর্মীদের
ii. পুরোনো কর্মীদের
iii. নতুন উদ্যোক্তার
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. i ও iii
গ. ii ও iii ঘ. i, ii ও iii
১৭. ব্যবসায়ে লাভের অন্যতম পূর্বশর্ত কোনটি?
ক. অধিক পরিশ্রম খ. সঠিক পণ্য নির্বাচন
গ. অধিক মূলধন ঘ. পূর্ব অভিজ্ঞতা
১৮. পণ্য নির্বাচনের আগে যথাযথভাবে নিরূপণ করতে হবে এর—
i. চাহিদা
ii. গ্রহণযোগ্যতা
iii. প্রাপ্যতা
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. i ও iii
গ. ii ও iii ঘ. i, ii ও iii
১৯. আত্মকর্মসংস্থানের উপযুক্ত ক্ষেত্র নির্বাচনে বিবেচনা করতে হয়—
i. সঠিক পণ্য
ii. মুনাফার নিশ্চয়তা
iii. পণ্যের চাহিদা
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. i ও iii
গ. ii ও iii ঘ. i, ii ও iii
২০. যেসব ব্যবসায় যৌথ উদ্যোগে পরিচালিত হয় সেগুলো কী হয়?
ক. সফল হতে পারে না
খ. বেশি সফল হয়
গ. বিবাদে ভেঙে যায়
ঘ. বেশি দিন টেকে না
সঠিক উত্তর
অধ্যায় ৩: ১.খ ২.ঘ ৩.খ ৪.গ ৫.ঘ ৬.ক ৭.খ ৮.গ ৯.ক ১০.গ ১১.ঘ ১২.গ ১৩.গ ১৪.গ ১৫.খ ১৬.ঘ ১৭.খ ১৮.ক ১৯.ঘ ২০.খ
১. একমালিকানা ব্যবসায়ের উদ্যোক্তা কতজন থাকে?
ক. ১ জন খ.২ জন
গ. ৩ জন ঘ. ৪ জন
২. প্রাচীনতম ব্যবসায় হিসেবে একমালিকানা ব্যবসায় স্বীকৃত—
i. উন্নত দেশসমূহে
ii. উন্নয়নশীল দেশসমূহে
iii. অনুন্নত দেশসমূহে
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. ii ও iii
গ. i ও iii ঘ. i, ii ও iii
উদ্দীপকটি পড়ে ৩, ৪ ও ৫ নম্বর প্রশ্নের উত্তর দাও।
রিমন, লিমন ও তানজিম তিন বন্ধু মিলে চুক্তির ভিত্তিতে একটি ব্যবসায় শুরু করেন। কিন্তু তাদের দক্ষতা, সততা ও মেধার কারণে অতিদ্রুত তারা ব্যবসায়ে সাফল্য পান। বর্তমানে ব্যবসায়টির মূলধন বেড়েছে। বেড়েছে তাদের ব্যক্তিগত মূলধনের পরিমাণও। তাই তারা ব্যবসায়টিকে আরও সম্প্রসারণের লক্ষ্যে শেয়ার মার্কেটে শেয়ার বিক্রির জন্য সকল আইনগত প্রক্রিয়া সম্পন্ন করেছেন। তারা আশা করছেন, তাদের নতুন ব্যবসায়টি ব্যাপক কর্মসংস্থান, জাতীয় আয় বৃদ্ধি ও রপ্তানিতে বিশেষ অবদান রাখবে।
৩. সাধারণ অংশীদারি ব্যবসায় কত প্রকার?
ক. ৪ প্রকার খ. ৫ প্রকার
গ. ২ প্রকার ঘ. ৭ প্রকার
৪. প্রাথমিক পর্যায়ে ব্যবসায়টির সদস্যসংখ্যা সর্বোচ্চ কতজন হতে পারে?
ক. ১০ জন খ. ১৫ জন
গ. ২০ জন ঘ. ২৫ জন
৫. তাদের প্রথম ব্যবসায়টি বাংলাদেশে কত সালের আইন দ্বারা নিয়ন্ত্রিত হয়?
ক. ১৯১৩ সালের খ. ১৯৩২ সালের
গ. ১৯৯৪ সালের ঘ. ২০০৪ সালের
৬. ইউরোপ ও আমেরিকার শতকরা কত ভাগ ব্যবসায় একমালিকানা–ভিত্তিক?
ক. প্রায় ৬০% খ. প্রায় ৭০%
গ. প্রায় ৮০% ঘ. প্রায় ৯০%
৭. কোন ব্যবসায় কার্যক্রম পৃথিবীতে প্রথম শুরু হয়েছিল?
ক. একমালিকানা খ. অংশীদারি
গ. যৌথ মূলধনী ঘ. সমবায় সমিতি
৮. পাবলিক লিমিটেড কোম্পনির ন্যূনতম কতজন থাকতে হবে?
ক. ২ জন খ. ৭ জন
গ. ৪ জন ঘ. ৫ জন
৯. ‘চূড়ান্ত বিশ্বাস’ কথাটি কোন ব্যবসায়ের ক্ষেত্রে প্রযোজ্য?
ক. একমালিকানা খ. অংশীদারি
গ. যৌথ মূলধনী ঘ. রাষ্ট্রীয় কারবার
১০. প্রথম সমবায় আন্দোলনের সূত্রপাত হয়—
i. উত্তর আমেরিকায়
ii. পশ্চিম ইউরোপে
iii. পূর্ব ইউরোপে
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. ii ও iii
গ. i ও iii ঘ. i, ii ও iii
১১. ‘ঘুমন্ত অংশীদারে’র বৈশিষ্ট্য কোনটি?
ক. দায় অসীম
খ. দায় সসীম
গ. ব্যবসায় পরিচালনায় অংশগ্রহণ
ঘ. তৃতীয় পক্ষের নিকট দায়বদ্ধতা
১২. কোন ব্যবসায় সংগঠনকে কৃত্রিম সত্তার অধিকারী বলা হয়?
ক. অংশীদারি খ. সমবায়
গ. একমালিকানা ঘ. যৌথ মূলধনী
উদ্দীপকটি পড়ে ১৩ ও ১৪ নম্বর প্রশ্নের উত্তর দাও।
প্রভা ও প্রত্যাশা একটি কোম্পানি নিবন্ধনের জন্য আবেদন করলেন। মিতা ও তার পাঁচ বন্ধু মিলে একটি কোম্পানি নিবন্ধনের জন্য আবেদন করেন। উভয়েই নিবন্ধনের অনুমতি পেয়ে প্রভা ও প্রত্যাশা তাদের কার্যক্রম শুরু করলেন, কিন্তু মিতা ও তার বন্ধুরা কাজ শুরু করতে পারলেন না।
১৩. প্রভাদের ব্যবসায়টি কোন ধরনের?
ক. অংশীদারি
খ. প্রাইভেট লি. কোম্পানি
গ. পাবলিক লি. কোম্পানি
ঘ. সমবায়
১৪. মিতা ও তার বন্ধুদের ব্যবসায়ের কাজ শুরু করতে না পারার কারণ—
i. এটি পাবলিক লি. কোম্পানি
ii. এটি প্রাইভেট লি. কোম্পানি
iii. কার্যারম্ভের অনুমতিপত্র না পাওয়া
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. ii ও iii
গ. i ও iii ঘ. i, ii ও iii
১৫. রায়হান এবং তার কয়েকজন বন্ধু মিলে একটি অংশীদারি ব্যবসায় চালু করতে চান। এই ব্যবসায়ের ক্ষেত্রে বাধ্যতামূলক কোনটি?
ক. চুক্তি খ. বিবরণীপত্র
গ .উদ্বৃত্তপত্র ঘ. ঘোষণাপত্র
১৬. সমবায় প্রতিষ্ঠান নিবন্ধনের জন্য করণীয়—
i. সমবায় সমিতির যথাযথ কাঠামো গঠন
ii. ৩০০ টাকার ট্রেজারি চালান
iii. কমপক্ষে ২০ হাজার টাকা পরিশোধিত শেয়ার মূলধন
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. ii ও iii
গ. i ও iii ঘ. i, ii ও iii
১৭. একমালিকানা ব্যবসায়ের জন্য প্রযোজ্য নয় কোনটি?
ক. পচনশীল পণ্যের ব্যবসায়
খ. রাসায়নিক পণ্যের ব্যবসায়
গ. ক্ষুদ্র কুটিরশিল্প
ঘ. মনোহারি দোকান
১৮. ‘সকলে একমত হয়ে বিলোপ সাধনের’ কত নম্বর ধারা?
ক. ৩৯ নম্বর খ. ৪০ নম্বর
গ. ৪১ নম্বর ঘ. ৪২ নম্বর
১৯. ২০০১ সমবায় আইনে কত ধরনের সমবায় সমিতির উল্লেখ আছে?
ক. ২ ধরনের খ. ৩ ধরনের
গ. ৪ ধরনের ঘ. ৬ ধরনের
২০. অংশীদারি ব্যবসায়ে অংশীদাররা কীভাবে মূলধন সরবরাহ করে থাকেন?
ক. সমান হারে খ. অসমান হারে
গ. আইনানুযায়ী ঘ. চুক্তি অনুযায়ী
সঠিক উত্তর
অধ্যায় ৪: ১.ক ২.ঘ ৩.গ ৪.গ ৫.খ ৬.গ ৭.ক ৮.খ ৯.খ ১০.ক ১১.খ ১২.ঘ ১৩.খ ১৪.খ ১৫.ক ১৬.ঘ ১৭.খ ১৮.খ ১৯.খ ২০.ঘ
১. কোনটি ‘পণ্যপ্রতীকের’ অন্তর্ভুক্ত নয়?
ক. ডিভাইস খ. ব্র্যান্ড
গ. শিরোনাম ঘ. মোড়ক
২. একজন আবিষ্কারককে তার আবিষ্কারের স্বীকৃতি দেওয়া হয় কোনটি দিয়ে?
ক. ট্রেডমার্ক খ. সার্ভিসমার্ক
গ. কপিরাইট ঘ. পেটেন্ট
৩. ‘চিত্রকর্ম নিবন্ধন’ কিসের অন্তর্গত?
ক. কপিরাইট খ. ট্রেডমার্ক
গ. পেটেন্ট ঘ. সার্ভিসমার্ক
৪. ‘ট্রেডমার্ক রেজিস্ট্রেশন’ দেওয়া হয় কত বছরের জন্য?
ক. ৭ বছরের খ. ১০ বছরের
গ. ১৫ বছরের ঘ. ২০ বছরের
৫. প্রতিবছর ‘বিশ্ব মেধা দিবস’ পালিত হয় কোন তারিখে?
ক. ২৩ এপ্রিল খ. ২৪ এপ্রিল
গ. ২৫ এপ্রিল ঘ. ২৬ এপ্রিল
৬. রেজিস্টার্ড ট্রেডমার্ক ব্যবহারে একচ্ছত্র অধিকার সংরক্ষণ করেন কে?
ক. পরিচালক খ. ব্যবস্থাপক
গ. রেজিস্টার্ড মালিক ঘ. জনগণ
৭. স্বতন্ত্রতা কোনটির মূল বিষয়?
ক. পণ্যপ্রতীক খ. পেটেন্ট
গ. নিবন্ধন ঘ. কপিরাইট
৮. মেধাসম্পদের অন্তর্ভুক্ত—
i. পেটেন্ট
ii. নিবন্ধন
iii. কপিরাইট
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. i ও iii
গ. ii ও iii ঘ. i, ii ও iii
৯. ফ্র্যাঞ্চাইজিং ব্যবসায়ের উপকারিতা কোনটি?
ক. প্রচুর মুনাফা
খ. অধিক বিনিয়োগ
গ. মানসম্মত পণ্য বিক্রয়
ঘ. কঠোর তদারকি
১০. ফ্র্যাঞ্চাইজিং ব্যবসায়ের কয়টি পক্ষ থাকে?
ক. দুটি খ. তিনটি
গ. চারটি ঘ. পাঁচটি
১১. কপিরাইট আইন ২০০৫ অনুসারে লেখকের জীবনকালীন ও মৃত্যুর পর কত বছর পর্যন্ত কপিরাইট সংরক্ষিত থাকে?
ক. ১০ বছর খ. ২০ বছর
গ. ৪০ বছর ঘ. ৬০ বছর
১২. বিমা চুক্তি যে দলিল দ্বারা সম্পাদিত হয়, তাকে কী বলে?
ক. চুক্তিপত্র খ. বিমাপত্র
গ. বিমা চিঠি ঘ. আবেদনপত্র
১৩. বিমা কী হিসেবে গণ্য?
ক. ঝুঁকি খ. ক্ষতি
গ. ব্যবসায় ঘ. চাকরি
১৪. বাংলাদেশে কোন সালের পেটেন্ট ও ডিজাইন আইন চালু রয়েছে?
ক. ১৯০১ সালে খ. ১৯১১ সালে
গ. ২০০১ সালে ঘ. ২০১১ সালে
১৫. কোনো পণ্যকে অন্যের অনুরূপ পণ্য হতে আলাদা করে কোনটি?
ক. ট্রেডমার্ক খ. সার্ভিসমার্ক
গ. পেটেন্ট ঘ. কপিরাইট
১৬. বিমার প্রয়োজন হয়—
i. ভবিষ্যৎ অনিশ্চয়তার জন্য
ii. বর্তমানে সচ্ছলভাবে চলার জন্য
iii. ভবিষ্যতের সঞ্চয়ের জন্য
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. i ও iii
গ. ii ও iii ঘ. i, ii ও iii
নিচের উদ্দীপকটি পড়ে ১৭ ও ১৮ নম্বর প্রশ্নের উত্তর দাও।
গার্মেন্টস ব্যবসায়ী সালমানকে শিপমেন্টের জন্য প্রচুর তৈরি পোশাক মজুত রাখতে হয়। পণ্যের নিরাপত্তার কথা ভেবে তিনি বিমাব্যবস্থা গ্রহণ করেন।
১৭. বিমা কোন ধরনের প্রতিবন্ধকতা দূর করে?
ক. ঝুঁকিগত খ. জ্ঞানগত
গ. স্বত্বগত ঘ. সময়গত
১৮. জনাব সালমান কোন ধরনের বিমা গ্রহণ করেছেন?
ক. জীবন খ. দুর্ঘটনা
গ. নৌ ঘ. অগ্নি
১৯. ফ্র্যাঞ্চাইজিং ব্যবসায়ের প্রধান উদ্দেশ্য কী?
ক. ব্র্যান্ডেড পণ্য খ. পণ্যের স্বীকৃত মান
গ. অর্থ উপার্জন ঘ. পুঁজি সরবরাহ
২০. কপিরাইট চুক্তিপত্রে উল্লেখ থাকে—
i. মেয়াদ
ii. রেজিস্ট্রেশন
iii. রয়্যালটির পরিমাণ
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. i ও iii
গ. ii ও iii ঘ. i, ii ও iii
সঠিক উত্তর
অধ্যায় ৫: ১.ঘ ২.ঘ ৩.ক ৪.ক ৫.ঘ ৬.গ ৭.ক ৮.খ ৯.গ ১০.ক ১১.ঘ ১২.খ ১৩.গ ১৪.খ ১৫.ক ১৬.খ ১৭.ক ১৮.ঘ ১৯.গ ২০.খ
মো. আলতাফ হোসেন, প্রভাষক, বীরশ্রেষ্ঠ মুন্সী আব্দুর রউফ পাবলিক কলেজ, ঢাকা