নিচের উদ্দীপকের আলোকে ৪১ থেকে ৪২ নম্বর প্রশ্নের উত্তর দাও।
30X মৌলটির ১টি পরমাণুর ভর 4.98X10-23gm.
৪১. 30X মৌলটির প্রতীক নিচের কোনটি?
ক. Cu খ. Zn
গ. Ag ঘ. Hg
৪২. মৌলটির আপেক্ষিক পারমাণবিক ভর কত?
ক. 3.27×10-3 খ. 1.66×10-2
গ. 10.6 ঘ. 30
৪৩. তেজস্ক্রিয় আইসোটোপ থেকে নিচের কোন রশ্মি বিকিরিত হয় না?
ক. আলফা রশ্মি খ. গামা রশ্মি
গ. রঞ্জন রশ্মি ঘ. বিটা রশ্মি
৪৪. মানবদেহে মোট কতটি ভিন্ন ভিন্ন মৌল পাওয়া সম্ভব?
ক. 26 খ. 28
গ. 29 ঘ. 36
৪৫. মৌলিক পদার্থ—
i. কঠিন, তরল বা গ্যাসীয় হতে পারে
ii. ভাঙলে ওই পদার্থই পাওয়া যায়
iii. গবেষণাগারে তৈরি করা যায়
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. i ও iii
গ. ii ও iii ঘ. i, ii ও iii
৪৬. কোনটির অণুতে চারটি পরমাণু থাকে?
ক. নাইট্রোজেন খ. সালফার
গ. ফসফরাস ঘ. অক্সিজেন
৪৭. C6H5COOH যৌগটিতে কয়টি পরমাণু আছে?
ক. ১২ খ. ১৪
গ. ১৫ ঘ. ১৬
৪৮. নিচের কোনটি যৌগিক পদার্থ—
i. H2
ii. CO2
iii. H2O
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. i ও iii
গ. ii ও iii ঘ. i, ii ও iii
৪৯. স্থায়ী কণিকা একত্রিত হয়ে কোনটি গঠিত হয়?
ক. মৌলিক কণিকা খ. পরমাণু
গ. অণু ঘ. আয়ন
৫০. পরমাণুর প্রোটন সংখ্যাকে কী বলা হয়?
ক. ভর সংখ্যা
খ. পারমাণবিক ভর
গ. পারমাণবিক সংখ্যা
ঘ. ওজন
সঠিক উত্তর
অধ্যায় ৩: ৪১.খ ৪২.ঘ ৪৩.গ ৪৪.ক ৪৫.ক ৪৬.গ ৪৭.গ ৪৮.গ ৪৯.খ ৫০.গ
তাপসী বণিক, সহযোগী অধ্যাপক, কলেজ অব ডেভেলপমেন্ট অল্টারনেটিভ, ঢাকা