গণিত অলিম্পিয়াডের প্রস্তুতি: সমস্যা ও সমাধান (পর্ব-২২)

অলিম্পিয়াডের প্রস্তুতির জন্য গাণিতিক সমস্যা সমাধানের দক্ষতা অত্যন্ত গুরুত্বপূর্ণ।

গণিত ইশকুলের বন্ধুরা, তোমরা আমাদের এখানে যেকোনো গাণিতিক সমস্যা পাঠাতে পারো, আবার চাইলে যেকোনো সমস্যার সমাধানও পাঠাতে পারো। সেখান থেকে বাছাইকৃত লেখা ছাপা হবে প্রথম আলোর গণিত ইশকুলে।

প্রশ্ন:

∆ABC একটি সমকোণী ত্রিভুজ যার ∠C = 90°। D, AB এর ওপর এমন একটি বিন্দু যেন AC = BD হয়। যদি ∠BAC = 2∠ACD হয়, তাহলে ∠ABC এর মান বের করো।

সমাধান:  

ধরি, ∠ACD = x

∴ ∠BAC = 2∠ACD = 2x

এবং ∠ABC = 180° – ∠ACB – ∠BAC = 180° – 90° – 2x = 90° – 2x

আবার আমরা জানি, ত্রিভুজের একটি বাহুকে বর্ধিত করলে যে বহিঃস্থ কোণ উৎপন্ন হয় তা বিপরীত অন্তঃস্থ কোণদ্বয়ের সমষ্টির সমান।

∴ ∠BDC = ∠ACD + ∠CAD = x + 2x = 3x    

প্রয়োজনীয় অঙ্কন: ∆ABC ত্রিভুজের বাইরে একটি বিন্দু P নিই যেন ∠DBE = 2x এবং ∠BDE = x হয়। C, E যোগ করি। তাহলে নতুন চিত্রটি হবে—

এখন, ∆ADC ও ∆BDE হতে পাই—

∠ACD = ∠BDE = x

∠CAD = ∠DBE = 2x

এবং AC = BD

∴ ∆ADC ≅ ∆BDE     [কোণ–বাহু–কোণ উপপাদ্য]

তাহলে, CD = DE

এখন, ∆CDE ত্রিভুজে CD = DE বলে ∠CED = ∠DCE হবে। কারণ ত্রিভুজের দুটি বাহু সমান হলে তাদের বিপরীত কোণগুলো সমান হয়।

আবার, ∠CDE = ∠CDB + ∠BDE = 3x + x = 4x

∴ ∠CED = ∠DCE = (180° – 4x)/2 = 90° – 2x

যেহেতু ∠ABC = 90° – 2x = ∠CED, সেহেতু BCDE একটি বৃত্তস্থ চতুর্ভুজ।

∴ ∠DCE = ∠DBE     [একই চাপ DE এর ওপর দন্ডায়মান বৃত্তস্থ কোণ]

বা, 90° – 2x = 2x

বা, x = 22.5°

এখন, ∠ABC = 90° – 2x = 90 – (2 × 22.5°) = 45°