পূর্ণাঙ্গ সিলেবাস অনুসারে
[পূর্ববর্তী লেখার পর]
১. চাপের একক কোনটি?
ক. নিউটন খ. প্যাসকেল
গ. জুল ঘ. ওয়াট
২. 4 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় পানির ঘনত্ব কত Kgm-3?
ক. 1.29 খ. 250
গ. 920 ঘ. 1000
৩. কোনো বস্তুর একক আয়তনের ভরকে কী বলে?
ক. ক্ষেত্রফল খ. চাপ
গ. ঘনত্ব ঘ. পীড়ন
৪. ঘনত্ব মাপার যন্ত্র কোনটি?
ক. হাইড্রোমিটার খ. ব্যারোমিটার
গ. স্প্রিডোমিটার ঘ. অডোমিটার
৫. পীড়ন ও বিকৃতির মধ্যে সম্পর্ক কোনটি?
ক. ব্যস্তানুপাতিক
খ. সমানুপাতিক
গ. বর্গের সমানুপাতিক
ঘ. বর্গের ব্যস্তানুপাতিক
৬. বজ্রপাত হয়—
i. বায়ুর চাপ কমে যাওয়ার ফলে
ii. বায়ুর চাপ বেড়ে যাওয়ার ফলে
iii. তড়িত্ক্ষরণের জন্য
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. i ও iii
গ. ii ও iii ঘ. i, ii ও iii
৭. পৃথিবীপৃষ্ঠে বায়ুমণ্ডলের চাপ প্রায় কত?
ক. 103Nm-2 খ. 105 N
গ. 105Nm-2 ঘ. 105Nm-3
৮. টরিসেলির শূন্যস্থানে কী থাকে?
ক. অ্যামোনিয়া গ্যাস
খ. সামান্য পারদ বাষ্প
গ. সামান্য জলীয় বাষ্প
ঘ. তেল
সঠিক উত্তর
অধ্যায় ৫: ১.খ ২.ঘ ৩.গ ৪.ক ৫.খ ৬.খ ৭.গ ৮.খ
রমজান মাহমুদ, সিনিয়র শিক্ষক, গবর্নমেন্ট সায়েন্স হাইস্কুল, ঢাকা
[পরবর্তী দিনের লেখা]