৪১. প্রশ্ন: কাঠের প্রধান উপাদান কী?
উত্তর: কাঠের প্রধান উপাদান হলো সেলুলোজ।
৪২. প্রশ্ন: কোষগহ্বর কী?
উত্তর: কোষগহ্বর হলো কোষে বিদ্যমান একধরনের ফাঁকা জায়গা, যেখানে পানি, বর্জ্য ও খাদ্য সঞ্চিত থাকে।
৪৩. প্রশ্ন: পৃথিবীর সব জীবকে কী কী ভাগে ভাগ করা যায়?
উত্তর: পৃথিবীতে যত জীব আছে, তাদেরকে তিন ভাগে ভাগ করা যায়। যথা উদ্ভিদ, প্রাণী ও অণুজীব।
৪৪. প্রশ্ন: উদ্ভিদ কোথা থেকে শক্তি শোষণ করে?
উত্তর: উদ্ভিদ সূর্যের আলো থেকে শক্তি শোষণ করে।
৪৫. প্রশ্ন: প্রাণীরা কোথা থেকে শক্তি গ্রহণ করে?
উত্তর: প্রাণীরা উদ্ভিদ ও অন্যান্য জীব থেকে শক্তি গ্রহণ করে।
৪৬. প্রশ্ন: প্রজনন কী?
উত্তর: জীবের বংশবৃদ্ধি করার প্রক্রিয়াই হলো প্রজনন।
৪৭. প্রশ্ন: কোষ কী?
উত্তর: জীবের আণুবীক্ষণিক ক্ষুদ্রতম একক হলো কোষ, যা জীবদেহের গঠনসহ সব কাজে যুক্ত থাকে।
৪৮. প্রশ্ন: এককোষী জীব কী?
উত্তর: শুধু একটি কোষ নিয়ে গঠিত জীবই হলো এককোষী জীব।
৪৯. প্রশ্ন: বহুকোষী জীব কী?
উত্তর: যেসব জীবের দেহ একাধিক কোষ নিয়ে গঠিত, সেগুলো হলো বহুকোষী জীব।
৫০. প্রশ্ন: কোন শতাব্দীতে অণুবীক্ষণ যন্ত্র আবিষ্কৃত হয়?
উত্তর: ষোড়শ শতাব্দীতে।
৫১. প্রশ্ন: আমাদের দেহের প্রথম কোষটির নাম কী?
উত্তর: আদি ভ্রূণ কোষ বা জাইগোট।
৫২. প্রশ্ন: জীবের দেহে কোন প্রক্রিয়ায় কোষের সংখ্যা বৃদ্ধি পায়?
উত্তর: কোষ বিভাজন প্রক্রিয়ায়।
মো. আবু সুফিয়ান, শিক্ষক, আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজ, ঢাকা