‘সুখী মানুষ’ নাটকের বিষয়বস্তু (পর্ব-১) : দ্বিতীয় অধ্যায় | বাংলা - ষষ্ঠ শ্রেণি

ষষ্ঠ শ্রেণির পড়াশোনা

দ্বিতীয় অধ্যায়

‘সুখী মানুষ’ নাটকে এক মোড়লের জীবনের করুণ পরিণতি দেখানো হয়েছে। সুবর্ণপুর গ্রামের প্রধান হচ্ছেন মোড়ল। তিনি মানুষকে ঠকিয়ে ও মানুষের মনে কষ্ট দিয়ে ধনী হয়েছেন। একজন অত্যাচারী লোক ছিলেন মোড়ল। অসৎ উপায়ে অনেক ধনসম্পদের মালিক হয়েছেন। জীবনের শেষ দশায় এসে মোড়ল কঠিন অসুখে পড়লেন। তাঁর আত্মীয় হাসু মিয়া ও বিশ্বস্ত চাকর রহমত আলী তাঁর চিকিৎসার চেষ্টা করতে লাগল। মোড়লও এই সুন্দর পৃথিবী ছেড়ে যেতে চান না। তিনি বাঁচতে চান।

মোড়লের চিকিৎসার জন্য কবিরাজ ডেকে আনা হলো। কবিরাজকে মোড়ল তাঁর অশান্ত মনে শান্তি এনে দিতে বললেন। কবিরাজ বললেন, কোনো সুখী মানুষের জামা গায়ে দিলে মোড়লের অসুস্থতা কেটে যাবে।

জাহেদ হোসেন, সিনিয়র শিক্ষক, বিয়াম মডেল স্কুল অ্যান্ড কলেজ, ঢাকা