২১. তাপমাত্রা স্থির থাকে—
i. বয়েলের সূত্রে
ii. চার্লসের সূত্রে
iii. অ্যাভোগেড্রোর সূত্রে
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. i ও iii
গ. ii ও iii ঘ. i, ii ও iii
২২. স্বাভাবিক বৃষ্টির পানিতে কী থাকে?
ক. অ্যাসিড খ. কার্বনিক অ্যাসিড
গ. ক্লোরিন ঘ. সোডা
২৩. তাপমাত্রার সঙ্গে আয়তন পরিবর্তনশীল হয় কোনটিতে?
ক. চার্লসের সূত্রে
খ. বয়েলের সূত্রে
গ. অ্যাভোগ্রেড্রোর সূত্রে
ঘ. গ্রাহামের সূত্রে
২৪. আরহেনিয়াস তত্ত্বে আবশ্যকীয় মাধ্যম কোনটি?
ক. জারণ খ. জলীয় দ্রবণ
গ. ক্ষারক ঘ. তরল পদার্থ
২৫. কোন গ্যাসে আন্তঃআণবিক আকর্ষণ বল নেই?
ক. হিলিয়াম খ. নিয়ম
গ. আদর্শ গ্যাস ঘ. অক্সিজেন
২৬. কোন তাপমাত্রায় একটি অণুর গতিশক্তি শূন্য হবে?
ক. 0°C খ. 0K
গ. 273°C ঘ. 273K
২৭. আদর্শ গ্যাসের গতীয় সমীকরণ প্রতিষ্ঠা করেন কে?
ক. ক্লসিয়াস খ. ম্যাক্সওয়েল
গ. অ্যাভেগেড্রো ঘ. জন ডাল্টন
২৮. আদর্শ গ্যাসের জন্য সংকোচনশীলতা গুণকের মান কত?
ক. 0 খ. 1
গ. 2 ঘ. 3
২৯. বাস্তব গ্যাস কখন আদর্শ গ্যাসের মতো আচরণ করে?
ক. 0°C খ. উচ্চচাপে
গ. নিম্নতাপে ঘ. উচ্চ তাপমাত্রায়
৩০. ভ্যানডার ওয়ালস ধ্রুবক ‘a’–এর সঙ্গে কোনটি সম্পর্কযুক্ত?
ক. আন্তঃআণবিক আকর্ষণ
খ. আন্তঃআণবিক বিকর্ষণ
গ. অণুসমূহের প্রকৃত আয়তন
ঘ. আদর্শ গ্যাসের ওজন
সঠিক উত্তর
অধ্যায় ১: ২১.খ ২২.খ ২৩.ক ২৪.খ ২৫.গ ২৬.খ ২৭.ক ২৮.খ ২৯.ঘ ৩০.ক
মো. আসাদুজ্জামান, সহকারী অধ্যাপক, ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজ, ঢাকা