১. গতিশীল বস্তুর বেগ দ্বিগুণ হলে গতিশক্তি কত হবে?
ক. অর্ধেক খ. সমান
গ. দ্বিগুণ ঘ. চার গুণ
২. কেন্দ্রমুখী বল দ্বারা কৃত কাজ কোনটি?
ক. ধনাত্মক খ. ঋণাত্মক
গ. শূন্য ঘ. অসীম
৩. একটি হালকা ও ভারী বস্তুর ক্ষেত্রে—
i. উভয়ের ভরবেগ সমান হতে পারে
ii. উভয়ের গতিশক্তি সমান হতে পারে
iii. এদের গতিশক্তি সমান হলে, হালকা বস্তুর ভরবেগ বেশি হবে
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. i ও iii
গ. ii ও iii ঘ. i, ii ও iii
৪. ক্ষমতা কী রাশি?
ক. স্কেলার রাশি খ. ঘূর্ণন রাশি
গ. ভেক্টর রাশি ঘ. অসীম রাশি
৫. কাজের অভিকর্ষীয় একক কোনটি?
ক. kgm খ. Nm
গ. Nm2 ঘ. kgm2
৬. গতিশক্তির মাত্রা কোনটি?
ক. MLT2 খ. ML2T2
গ. ML3T ঘ. M-1L-2
৭. কেন্দ্রমুখী বল দ্বারা কৃতকাজ কেমন?
ক. অসীম খ. শূন্য
গ. ধনাত্মক ঘ. ঋণাত্মক
৮. বলের দ্বারা কাজ শূন্য হবে, যদি বল প্রয়োগের ফলে বলের প্রয়োগবিন্দু—
i. স্থির থাকে
ii. বলের বিপরীত দিকে সরে যায়
iii. বলের উলম্ব দিকে সরে যায়
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. i ও iii
গ. ii ও iii ঘ. i, ii ও iii
৯. কোনো বস্তুর ওপর নিট বল শূন্য হলে কোনটি স্থির থাকবে?
ক. ঘাত বল খ. বলের ঘাত
গ. কাজ ঘ. টর্ক
১০. বল ও বলের ক্রিয়াকালের গুণফলকে কী বলে?
ক. ঘাত বল খ. বলের ঘাত
গ. কাজ ঘ. টর্ক
সঠিক উত্তর
অধ্যায় ৫: ১.ঘ ২.গ ৩.ক ৪.ক ৫.ক ৬.খ ৭.খ ৮.খ ৯.খ ১০.খ
মো. আব্দুল মান্নান, প্রভাষক, উইল্স লিট্ল ফ্লাওয়ার স্কুল অ্যান্ড কলেজ, ঢাকা