৫১. এক দফা আন্দোলনের উদ্দেশ্য কী ছিল?
ক. জিয়াউর রহমানের পদত্যাগ
খ. সাত্তারের পদত্যাগ
গ. এরশাদের পদত্যাগ
ঘ. সাইফুদ্দিনের পদত্যাগ
৫২. সামরিক আইনবিরোধী আন্দোলনে কারা প্রথম ভূমিকা রেখেছিলেন?
ক. ছাত্রসমাজ খ. সাংবাদিক
গ. বুদ্ধিজীবী ঘ. পেশাজীবী
৫৩. এরশাদের শাসনামলে প্রথম নির্বাচন কোনটি?
ক. সিটি করপোরেশন
খ. সংসদ
গ. ইউনিয়ন পরিষদ
ঘ. উপজেলা
৫৪. ‘কনসার্ট ফর বাংলাদেশ’–এ কত লোকের সমাগম হয়েছিল?
ক. ২১ হাজার খ. ৩০ হাজার
গ. ৩৫ হাজার ঘ. ৪০ হাজার
৫৫. যুদ্ধবিধ্বস্ত সাড়ে সাত কোটি বাঙালির জন্য বড় চ্যালেঞ্জ ছিল কতটি?
ক. ৫টি খ. ৬টি
গ. ৭টি ঘ. ৮টি
৫৬. বাংলাদেশ কীভাবে স্বাধীনতা লাভ করেছে?
ক. মুক্তিযুদ্ধের মাধ্যমে
খ. জাতিসংঘের মধ্যস্থতায়
গ. আলাপ–আলোচনার মাধ্যমে
ঘ. বহির্বিশ্বের চাপের ফলে
৫৭. বাংলাদেশে কততম জাতীয় সংসদে ‘তত্ত্বাবধায়ক সরকার বিল’ পাস হয়?
ক. ষষ্ঠ খ. সপ্তম
গ. অষ্টম ঘ. নবম
৫৮. বাংলাদেশে প্রথম কত সালে সামরিক শাসন জারি হয়?
ক. ১৯৭৫ সালে খ. ১৯৭৭ সালে
গ. ১৯৭৮ সালে ঘ. ১৯৮২ সালে
৫৯. বাংলাদেশে প্রথম কত সালে শিক্ষা কমিশন গঠিত হয়?
ক. ১৯৬৬ সালে
খ. ১৯৬৯ সালে
গ. ১৯৭০ সালে
ঘ. ১৯৭২ সালে
৬০. বাংলাদেশের সংবিধানের মূলনীতি কয়টি?
ক. ২টি খ. ৪টি
গ. ৬টি ঘ. ৮টি
সঠিক উত্তর
অধ্যায় ২: ৫১.গ ৫২.ক ৫৩.গ ৫৪.ঘ ৫৫.গ ৫৬.ক ৫৭.ক ৫৮.ক ৫৯.ঘ ৬০.খ
মিজানুর রহমান, শিক্ষক, ধানমন্ডি সরকারি বালক উচ্চবিদ্যালয়, ঢাকা