প্রদত্ত শব্দগুলোর অর্থ লেখো: টহল, আসন্ন, অবধারিত, রক্তস্রোতে, রঞ্জিত, শায়িত।
উত্তর:
প্রদত্ত শব্দ —--- অর্থ
টহল —--- পাহারা দেওয়া
আসন্ন —--- নিকটবর্তী
অবধারিত —--- অনিবার্য, যা হবেই, নির্ধারিত
রক্তস্রোতে —--- রক্তের প্রবাহে
রঞ্জিত —--- রং করা হয়েছে এমন
শায়িত —--- শুয়ে আছে এমন।
খন্দকার আতিক, শিক্ষক, উইল্স লিট্ল ফ্লাওয়ার স্কুল অ্যান্ড কলেজ, ঢাকা