নবম শ্রেণি - বাংলা ২য় পত্র | পরিচ্ছদ ১৮ : বহুনির্বাচনি প্রশ্ন (১-১০)

নবম শ্রেণির পড়াশোনা

পরিচ্ছেদ ১৮

১. যেসব শব্দ দিয়ে কোনো কিছুর নাম বোঝায় তাকে কী বলে?

ক. বিশেষ্য খ. অনুসর্গ

গ. যোজক ঘ. সর্বনাম

২. যে বিশেষ্য দিয়ে কোনো কাজের নাম বোঝায়, তাকে বলে—

ক. বস্তু–বিশেষ্য খ. সমষ্টি–বিশেষ্য

গ. গুণ–বিশেষ্য ঘ. ক্রিয়া–বিশেষ্য

৩. ‘পদ্মা’ কোন জাতীয় নাম–বিশেষ্য?

ক. সৃষ্টিনাম খ. কালনাম

গ. স্থাননাম ঘ. ব্যক্তিনাম

৪. নিচের কোনটি কালনাম শ্রেণির নাম–বিশেষ্য?

ক. বৈশাখ খ. হিমালয়

গ. আকাশ ঘ. পবন

৫. যেসব শব্দ দিয়ে ব্যক্তি, প্রাণী, স্থান, বস্তু, ধারণা ও গুণের নাম বোঝায় সেগুলোকে কী বলে?

ক. বিশেষ্য খ. বিশেষণ

গ. সর্বনাম ঘ. ক্রিয়া

৬. বিশেষ্য সাধারণত কত প্রকার?

ক. দুই খ. চার

গ. ছয় ঘ. আট

৭. ‘সোমবার’ কোন ধরনের নাম?

ক. ব্যক্তিনাম খ. স্থাননাম

গ. সৃষ্টিনাম ঘ. কালনাম

৮. যে বিশেষ্য দিয়ে কোনো কাজের নাম বোঝায়, তাকে কী বলে?

ক. নাম–বিশেষ্য খ. সমষ্টি–বিশেষ্য

গ. ক্রিয়া–বিশেষ্য ঘ. গুণ–বিশেষ্য

৯. ‘বাংলাদেশ’ শব্দটি কোন বিশেষ্যের উদাহরণ?

ক. নাম খ. স্থান

গ. জাতি ঘ. ক্রিয়া

১০. কোনটি ক্রিয়া–বিশেষ্য?

ক. ভোজন খ. চিনি

গ. সৌরভ ঘ. জনতা

সঠিক উত্তর

পরিচ্ছেদ ১৮: ১.ক ২.ঘ ৩.গ ৪.ক ৫.ক ৬.গ ৭.ঘ ৮.গ ৯.ক ১০.ক

আমিনুল ইসলাম, প্রভাষক, উত্তরা মডেল স্কুল, ঢাকা