ষষ্ঠ শ্রেণি - বাংলাদেশ ও বিশ্বপরিচয় | অধ্যায় ৩ : বহুনির্বাচনি প্রশ্ন (১-১০)

ষষ্ঠ শ্রেণির পড়াশোনা

অধ্যায় ৩

১. দ্বীপ ও দ্বীপপুঞ্জগুলোতে পর্যটনকেন্দ্র গড়ে উঠেছে কেন?

ক. প্রাকৃতিক সম্পদের জন্য

খ. প্রাকৃতিক সৌন্দর্যের জন্য

গ. খনিজ সম্পদের জন্য

ঘ. জনসংখ্যার জন্য

২. পৃথিবীর আয়তনের কত ভাগ স্থল?

ক. ২৭ ভাগ খ. ২৮ ভাগ

গ. ২৯ ভাগ ঘ. ৩১ ভাগ

৩. পৃথিবীর অধিকাংশ প্রাচীন সভ্যতা কোন মহাদেশে অবস্থিত?

ক. ইউরোপ খ. আফ্রিকা

গ. এশিয়া ঘ. উত্তর আমেরিকা

৪. এশিয়া মহাদেশের ভূপ্রকৃতি কেমন?

ক. সমভাবাপন্ন খ. বৈচিত্র্যপূর্ণ

গ. চরমভাবাপন্ন ঘ. শীতল

৫. পৃথিবীর বৃহত্তম হ্রদ কোনটি?

ক. সুপেরিয়র খ. কাস্পিয়ান সাগর

গ. মিশিগান ঘ. ভিক্টোরিয়া

৬. পৃথিবীর সর্বোচ্চ পর্বতশৃঙ্গের নাম কী?

ক. কেওক্রাডং খ. মাউন্ট এভারেস্ট

গ. তাজিনডং ঘ. আন্দিজ

৭. মাউন্ট এভারেস্টের উচ্চতা কত মিটার?

ক. ৮,৮০৫ মিটার খ. ৮,৮৫১ মিটার

গ. ৮,৮৫০ মিটার ঘ. ৮,৮৫৫ মিটার

৮. ব্রিটিশ–ভারতের জরিপ বিভাগের প্রধান কে ছিলেন?

ক. স্যার মাউন্ট এভারেস্ট

খ. রাধানাথ শিকদার

গ. এডমন্ড হিলারি

ঘ. স্যার জর্জ এভারেস্ট

৯. মাউন্ট এভারেস্টের উচ্চতা মেপেছিলেন কে?

ক. এডমন্ড হিলারি

খ. স্যার জর্জ এভারেস্ট

গ. রাধানাথ শিকদার

ঘ. হরনাথ শিকদার

১০. এশিয়া মহাদেশের জলবায়ু কী রূপ?

ক. নিরক্ষীয় খ. নাতিশীতোষ্ণ

গ. বৈচিত্র্যপূর্ণ ঘ. মৌসুমি

সঠিক উত্তর

অধ্যায় ৩: ১.খ ২.গ ৩.গ ৪.খ ৫.খ ৬.খ ৭.গ ৮.ঘ ৯.গ ১০.গ

পারভীন আক্তার, সহকারী শিক্ষক, লালমাটিয়া মডেল স্কুল, ঢাকা