এসএসসি ২০২৪ - বাংলা ১ম পত্র | মমতাদি : বহুনির্বাচনি প্রশ্ন (১-১০)

পুনর্বিন্যাসকৃত সিলেবাস অনুসারে

মমতাদি

১. কোনটি মানিক বন্দ্যোপাধ্যায় রচিত উপন্যাস?

ক. চার অধ্যায় খ. চতুষ্কোণ

গ. চাচাকাহিনী ঘ. চৌচির

২. ‘মমতাদি’ গল্পে কোন ঋতুর কথা বলা হয়েছে?

ক. গ্রীষ্মকাল খ. বর্ষাকাল

গ. শীতকাল ঘ. বসন্তকাল

৩. রোদে বসে গল্পকথক কী করছিলেন?

ক. খেলা করছিলেন

খ. পড়ছিলেন

গ. বাগান করছিলেন

ঘ. কথা বলছিলেন

৪. গল্পকথকের মা তার কাছে বসে কী কুটছিলেন?

ক. বাঁধাকপি খ. লালশাক

গ. ফুলকপি ঘ. পালংশাক

৫. ‘আপনারা রান্নার জন্য লোক রাখবেন?’— প্রশ্নটি কার?

ক. ছেলেটির খ. মায়ের

গ. মমতাদির স্বামীর ঘ. মমতাদির

৬. যেটুকু সংকোচ থাকার কথা, তা–ও নেই কার মধ্যে?

ক. ছেলেটির খ. মমতাদির

গ. গৃহকর্ত্রীর ঘ. মমতাদির স্বামীর

৭. পাশের বাড়ির ঝরনাদি হঠাৎ করে সুব্রতদের বাড়িতে এসে রাঁধুনির কাজ করতে চাইল। বাড়ির সবাই তো তার আচরণে অবাক। মমতাদির আচরণের কোন দিকটি ঝরনাদির মধ্যে প্রতিফলিত হয়েছে?

ক. লজ্জাহীন মনোভাব

খ. নিঃসংকোচ আবেদন

গ. কাজের প্রতি একাগ্রতা

ঘ. উপার্জনে বাধ্য হওয়া

৮. মমতাদি কেমন ঘরের মেয়ে?

ক. বনেদি ঘরের খ. মর্যাদাসম্পন্ন ঘরের

গ. বামুন ঘরের ঘ. গরিব ঘরের

৯. মমতাদি প্রাণপণ চেষ্টায় কী জয় করে ফেলেছে?

ক. সংকোচ খ. ভয়

গ. স্নেহ ঘ. ভালোবাসা

১০. লিনা সম্ভ্রান্ত পরিবারের মেয়ে হলেও সংসার চালানোর তাগিদে সে পোশাক কারখানায় চাকরি নিয়েছে। লিনার সঙ্গে কোন চরিত্রের সাদৃশ্য রয়েছে?

ক. নিরুপমা খ. অভাগী

গ. সর্বজয়া ঘ. মমতাদি

সঠিক উত্তর

মমতাদি: ১.খ ২.গ ৩.খ ৪.গ ৫.ঘ ৬.খ ৭.খ ৮.খ ৯.ক ১০.ঘ

মো. সুজাউদ দৌলা, সহকারী অধ্যাপক, রাজউক উত্তরা মডেল কলেজ, ঢাকা