প্রশ্ন: পৃথিবীর চারদিকে ঘুরে আসতে চাঁদের প্রায় দিন সময় লাগে।
উত্তর: ২৮ দিন
প্রশ্ন: চাঁদ সূর্যের আলো করে।
উত্তর: প্রতিফলিত
প্রশ্ন: চাঁদের আলোকিত অংশ সম্পূর্ণ গোলাকার দেখলে তাকে আমরা চাঁদ বলি।
উত্তর: পূর্ণিমার
প্রশ্ন: যখন চাঁদের আলোকিত অংশ একেবারেই দেখতে পাই না, তখন আমরা তাকে বলি।
উত্তর: অমাবস্যার চাঁদ
প্রশ্ন: পৃথিবীর দুই ধরনের গতি কী কী?
উত্তর: পৃথিবীর দুই ধরনের গতি হলো—
১. আহ্নিক গতি
২. বার্ষিক গতি।
প্রশ্ন: দিন ও রাত কী কারণে হয়?
উত্তর: দিন ও রাত আহ্নিক গতির কারণে হয়।
প্রশ্ন: চাঁদের বিভিন্ন দশার কারণ কী?
উত্তর: পৃথিবীকে আবর্তনের সময় পৃথিবীর দিকে মুখ করা চাঁদের আলোকিত অংশের পরিমাণ ভিন্ন ভিন্ন হওয়ার কারণে চাঁদের বিভিন্ন দশার সৃষ্টি হয়।
প্রশ্ন: গ্রহ ও উপগ্রহের মধ্যে পার্থক্য কী?
উত্তর: গ্রহ ও উপগ্রহের মধ্যে পার্থক্য নিচে দেওয়া হলো—
গ্রহ: ১. মহাবিশ্বের যে বিশালাকার বস্তুগুলো সূর্যকে কেন্দ্র করে ঘোরে, তা–ই গ্রহ।
২. গ্রহ বড়।
উপগ্রহ: ১. মহাকাশের যে বস্তু গ্রহের চারপাশে ঘোরে, তা–ই উপগ্রহ।
২. উপগ্রহ ছোট।
পারভীন আক্তার, সহকারী শিক্ষক, লালমাটিয়া মডেল স্কুল, ঢাকা