এসএসসি ২০২৪ - ব্যবসায় উদ্যোগ | অধ্যায় ৫ : বহুনির্বাচনি প্রশ্ন (৬১-৭০)

পূর্ণাঙ্গ সিলেবাস অনুসারে

অধ্যায় ৫

নিচের উদ্দীপকটি পড়ে ৬১ ও ৬২ নম্বর প্রশ্নের উত্তর দাও।

জনাব জাহান ও আলম দুই বন্ধু। জনাব জাহান ভারত থেকে ফটোগ্রাফির ওপর প্রশিক্ষণ নিয়ে বাংলাদেশের ওপর বিভিন্ন বিষয়ে ছবি তুলে এনেছেন। তাঁর তোলা গুরুত্বপূর্ণ ছবিগুলো চুক্তির মাধ্যমে নিবন্ধন করেছেন। জনাব আলম বিভিন্ন খেলনাসামগ্রী ও যন্ত্রপাতি আমদানি করেন। পথে সড়ক দুর্ঘটনা তাঁর পণ্য বিনষ্ট হওয়ায় তিনি হতাশায় পড়েন। পরবর্তী সময় চুক্তিবদ্ধ একটি প্রতিষ্ঠানের সহায়তায় নতুনভাবে ব্যবসায় পরিচালনা করেন এবং বর্তমানে সফল ব্যবসায়ী হিসেবে প্রতিষ্ঠিত হয়েছেন।

৬১. জনাব জাহানের ফটোগ্রাফি নিবন্ধন কিসের অন্তর্গত?

ক. কপিরাইট খ. ট্রেডমার্ক

গ. পেটেন্ট ঘ. সার্ভিস মার্ক

৬২. জনাব আলমের ব্যবসা পরিচালনায় সহায়তাকারী প্রতিষ্ঠানের ভূমিকা—

i. আর্থিক সাহায্য দান

ii. ক্ষতিপূরণের ব্যবস্থা করা

iii. প্রশিক্ষণ দান করা

নিচের কোনটি সঠিক?

ক. i ও ii খ. i ও iii

গ. ii ও iii ঘ. i, ii ও iii

৬৩. প্রযুক্তি নির্ধারণ মাইক্রোক্সিনিং–এর কোন উপাদানের অন্তর্ভুক্ত?

ক. বাজার চাহিদা

খ. কারিগরি দিক

গ. বাণিজ্যিক দিক

ঘ. আর্থিক দিক

৬৪. ‘স্বাতন্ত্র্যতা’ কোনটির মূল বিষয়?

ক. পণ্যপ্রতীক খ. পেটেন্ট

গ. নিবন্ধন ঘ. কপিরাইট

৬৫. জনাব চৌধুরীর টেক্সমার্ট কোম্পানি জাপানের স্বনামধন্য কোম্পানি ইয়ংওয়ানের পণ্য বাংলাদেশে তৈরি করে নিজ দেশেই বিক্রি করে থাকেন। জনাব চৌধুরীর টেক্সমার্ট কোম্পানিকে কী বলা হবে?

ক. লাইসেন্সিং খ. ফ্র্যাঞ্চাইজি

গ. ট্রেডমার্ক ঘ. ফ্র্যাঞ্চাইজর

৬৬. ‘পণ্যের প্রতীককে’ কী বলে?

ক. পেটেন্ট খ. কপিরাইট

গ. ট্রেডমার্ক ঘ. রেজিস্ট্রেশন

৬৭. সর্বাধিক প্রচলিত বিমা কত প্রকার?

ক. ৪ খ. ৫

গ. ৬ ঘ. ৭

৬৮. বুদ্ধিভিত্তিক সম্পদ সংরক্ষণের জন্য নিচের কোনটি প্রয়োজন?

ক. আইনগত বিধিবিধান

খ. বিমা

গ. ফ্র্যাঞ্চাইজ চুক্তি

ঘ. শিল্পনীতি

নিচের উদ্দীপকটি পড়ে ৬৯ ও ৭০ নম্বর প্রশ্নের উত্তর দাও।

চিত্রশিল্পী সাইফ তাঁর আঁকা ছবিগুলোর জন্য সরকার থেকে একটি আইনের মাধ্যমে স্বত্ব নিজের করে নেন। ফলে ছবির অনুলিপি অন্য কেউ করতে পারবে না।

৬৯. চিত্রশিল্পী সাইফ কোন ধরনের চুক্তি করলেন?

ক. পেটেন্ট খ. ট্রেডমার্কস

গ. কপিরাইট ঘ. অংশীদার

৭০. সাইফের চুক্তি সহায়তা করবে—

i. তাঁর সাফল্য আনয়নে

ii. জনপ্রিয়তা অর্জনে

iii. অন্য কারও দ্বারা ক্ষতিগ্রস্ত হলে প্রতিকার পেতে

নিচের কোনটি সঠিক?

ক. i ও ii খ. i ও iii

গ. ii ও iii ঘ. i, ii ও iii

সঠিক উত্তর

অধ্যায় ৫: ৬১.ক ৬২.ক ৬৩.খ ৬৪.ক ৬৫.খ ৬৬.গ ৬৭.ক ৬৮.ক ৬৯.গ ৭০.খ

মো. আলতাফ হোসেন, প্রভাষক, বীরশ্রেষ্ঠ মুন্সী আব্দুর রউফ পাবলিক কলেজ, ঢাকা