নিচের উদ্দীপকটি পড়ে ১৯-২১ নম্বর প্রশ্নের উত্তর দাও।
মুকুল দৈনিক পত্রিকায় একটি খনিজ সম্পর্কে জানতে পারল। পৃথিবীতে জ্বালানি ও শক্তি সরবরাহকারী খনিজরূপে এর গুরুত্ব সর্বাধিক এবং এর অপরিহার্যতা ও বিশেষ গুরুত্বের জন্য একে তরল সোনা বলা হয়।
১৯. অনুচ্ছেদে ইঙ্গিত করা খনিজটির নাম কী?
ক. প্রাকৃতিক গ্যাস খ. খনিজ তেল
গ. কয়লা ঘ. বায়োগ্যাস
২০. অনুচ্ছেদে ইঙ্গিত করা খনিজটির ব্যবহার লক্ষ করা যায়—
i. যন্ত্র ঘোরাতে ii. বিমান চালাতে
iii. জ্বালানি হিসেবে
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. i ও iii
গ. ii ও iii ঘ. i, ii ও iii
২১. উক্ত খনিজটি পাওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি থাকে—
i. নবীন ভঙ্গিল পর্বতে ii. প্রাচীন জলাভূমিতে
iii. অগভীর সমুদ্রে
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. i ও iii
গ. ii ও iii ঘ. i, ii ও iii
২২. বাংলাদেশের প্রধান খনিজ সম্পদ কোনটি?
ক. কয়লা খ. প্রাকৃতিক গ্যাস
গ. খনিজ তৈল ঘ. চুনাপাথর
২৩. নিচের কোন খনিজ উৎপাদনে ভারত বিশ্বে প্রথম?
ক. অভ্র খ. বক্সাইট
গ. ম্যাঙ্গানিজ ঘ. ফেলসফার
২৪. চুনাপাথর দিয়ে কী তৈরি হয়?
ক. চুন খ. সিমেন্ট
গ. সার ঘ. সিরামিকস
২৫. বাংলাদেশে চুনাপাথর পাওয়া যায়—
i. কুমিল্লা ii. জয়পুরহাট
iii. কক্সবাজার
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. i ও iii
গ. ii ও iii ঘ. i, ii ও iii
২৬. নিচের কোনটি অখনিজ শক্তি সম্পদ?
ক. প্রাকৃতিক গ্যাস খ. অভ্র
গ. সোনা ঘ. পানিবিদ্যুৎ
নিচের উদ্দীপকটি পড়ে ২৭ ও ২৮ নম্বর প্রশ্নের উত্তর দাও।
ছাতক সিমেন্ট কারখানায় একটি খনিজ কাঁচামাল হিসেবে ব্যবহার করা হয়, যা আমাদের দেশে পাওয়া গেলেও অপর্যাপ্ততার কারণে বিদেশ থেকে আমদানি করতে হয়।
২৭. খনিজটি আমদানি করা হয় কোন দেশ থেকে?
ক. ভারত খ. অস্ট্রেলিয়া
গ. চীন ঘ. মালয়েশিয়া
২৮. খনিজটি বাংলাদেশে পাওয়া যায়—
i. টেকেরঘাটে ii. জয়পুরহাটে
iii. বিজয়পুরে
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. i ও iii
গ. ii ও iii ঘ. i, ii ও iii
২৯. খনিজ তেল উৎপাদনে সৌদি আরবের অবস্থান কততম?
ক. ১ম খ. ২য়
গ. ৩য় ঘ. ৪র্থ
৩০. গ্রাফাইট ব্যবহৃত হয়—
i. চুন তৈরিতে
ii. রং তৈরিতে
iii. পারমাণবিক চুল্লিতে
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. i ও iii
গ. ii ও iii ঘ. i, ii ও iii
৩১. গ্রাফাইটে কার্বনের পরিমাণ কত?
ক. ৫৬% খ. ৭২%
গ. ৮০% ঘ. ৯৯%
৩২. ড্রামসিডার যন্ত্রের আবিষ্কারক কোন দেশ?
ক. জাপান খ. যুক্তরাজ্য
গ. বাংলাদেশ ঘ. থাইল্যান্ড
সঠিক উত্তর
অধ্যায় ৫: ১৯. খ ২০. ঘ ২১. ঘ ২২. খ ২৩. ক ২৪. খ ২৫. গ ২৬. ঘ ২৭. খ ২৮. ক ২৯. খ ৩০. খ ৩১. ঘ ৩২. গ
মো. শাকিরুল ইসলাম, প্রভাষক, ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজ, ঢাকা