ষষ্ঠ শ্রেণির নতুন বই - বাংলা | অধ্যায় ৩ - সুখী মানুষ’ নাটক

ষষ্ঠ শ্রেণির পড়াশোনা

অধ্যায় ৩

অনুজ্ঞাবাচক বাক্য:

ক. আমাকে বাঁচাও।

খ. আমি বাঁচব।

গ. জামা এনে দাও, হাজার টাকা বকশিশ দেবো।

ঘ. আমাকে সুখ এনে দাও।

ঙ. চোরকে তখন বলব, নিয়ে যাও, আমার যা কিছু আছে নিয়ে যাও।

আবেগবাচক বাক্য:

ক. মোড়ল বাঁচবে তো!

খ. আহা রে, আমরা এখন কী করব!

গ. অ্যাঁ! তোমার কোনো দুঃখ নাই?

ঘ. হা হা করে পাগলের মতো হাসছ কেন ভাই!

ঙ. তুমি তাহলে সত্যিই সুখী মানুষ!

জাহেদ হোসেন, সিনিয়র শিক্ষক, বিয়াম মডেল স্কুল অ্যান্ড কলেজ, ঢাকা