১১. অংশীদারত্ব বলতে বোঝায়—
i. অংশীজনদের দায়িত্ব ও কর্তব্য পালন করা
ii. নিজের সুবিধা লাভের জন্য কাজ করা
iii. সামষ্টিক উপকারিতার জন্য কাজ করা
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. i ও iii
গ. ii ও iii ঘ. i, ii ও iii
১২. টেকসই উন্নয়ন প্রয়োজন —
i. উন্নয়নকে দীর্ঘস্থায়ী করার জন্য
ii. পরিবেশবান্ধব করার জন্য
iii. সব শ্রেণির অংশগ্রহণের জন্য
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. i ও iii
গ. ii ও iii ঘ. i, ii ও iii
১৩. বাংলাদেশ কিসের নিরিখে এগিয়ে যাচ্ছে?
ক. বৈজ্ঞানিক আবিষ্কারের সূচকের
খ. এসডিজি অর্জনের সূচকের
গ. সামাজিক সূচকের
ঘ. রাজনৈতিক সূচকের
১৪. গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলো শক্তিশালী হলে কী ঘটবে?
ক. নৈরাজ্য হ্রাস পাবে
খ. অসমতা হ্রাস পাবে
গ. রাজনৈতিক অস্থিরতা হ্রাস পাবে
ঘ. সাংস্কৃতিক উন্নয়ন ঘটবে
১৫. SDG–এর মূল উদ্দেশ্য কী?
ক. দারিদ্র্য বিমোচন খ. জেন্ডার সমতা
গ. অসমতা হ্রাস ঘ. বিশ্বের সার্বিক ও সর্বজনীন কল্যাণ
১৬. সামগ্রিক উন্নয়নের কাঠামোবদ্ধ পরিকল্পনা বলা হয় কোনটিকে?
ক. সহস্রাব্দ উন্নয়ন খ. টেকসই উন্নয়ন
গ. পরিকল্পিত উন্নয়ন ঘ. সুষম উন্নয়ন
১৭. SDG অর্জনের পথে সবচেয়ে বড় চ্যালেঞ্জ হিসেবে বিবেচনা করা হয় কোনটিকে?
ক. দারিদ্র্য ও নারী–পুরুষ বৈষম্য
খ. অপরিকল্পিত শিল্পায়ন ও নগরায়ণ
গ. অবকাঠামোগত দুর্বলতা
ঘ. দারিদ্র্য ও সম্পদ বৈষম্য
১৮. বর্তমান পৃথিবীতে কোন ধরনের উন্নয়ন ঘটছে?
ক. বৈষম্যহীন খ. ভারসাম্যহীন
গ. টেকসই ঘ. সুষম
১৯. সাম্প্রতিক সময়ে বাংলাদেশে কোনটি উল্লেখযোগ্যভাবে কমছে?
ক. ভোগ ও বৈষম্য
খ. সম্পদ বৈষম্য
গ. দারিদ্র্য ও অতি দারিদ্র্য
ঘ. নারী–পুরুষ বৈষম্য
২০. বাংলাদেশ এগিয়ে যাচ্ছে—
i. অর্থনৈতিক বিবেচনায়
ii. সামাজিক সূচকে
iii. অর্থনৈতিক প্রবৃদ্ধিতে
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. i ও iii
গ. ii ও iii ঘ. i, ii ও iii
সঠিক উত্তর
অধ্যায় ১০: ১১.খ ১২.ঘ ১৩.গ ১৪.গ ১৫.ঘ ১৬.খ ১৭.ঘ ১৮.খ ১৯.গ ২০.ঘ
মিজানুর রহমান, শিক্ষক, ধানমন্ডি সরকারি বালক উচ্চবিদ্যালয়, ঢাকা