৪১. বাংলাদেশের অভ্যন্তরীণ জলাশয়ের আয়তন কত?
ক. প্রায় ৪৭ লাখ হেক্টর
খ. প্রায় ৫৭ লাখ হেক্টর
গ. প্রায় ৫৯ লাখ হেক্টর
ঘ. প্রায় ৬৭ লাখ হেক্টর
৪২. বাংলাদেশের অভ্যন্তরীণ জলাশয়ের শতকরা কত ভাগ মুক্ত জলাশয়?
ক. ৭৮ ভাগ খ. ৮০ ভাগ
গ. ৮৮ ভাগ ঘ. ৯৮ ভাগ
৪৩. বাংলাদেশে বর্তমানে মোট মাছ উৎপাদনের শতকরা কত ভাগ অভ্যন্তরীণ জলাশয় থেকে আসে?
ক. ৫০ ভাগ খ. ৬০ ভাগ
গ. ৮০ ভাগ ঘ. ৯০ ভাগ
৪৪. বাংলাদেশে বর্তমানে মোট মাছ উৎপাদনের শতকরা কত ভাগ সামুদ্রিক মৎস্য আহরিত হয়?
ক. ২০ ভাগ খ. ২৫ ভাগ
গ. ৩০ ভাগ ঘ. ৫০ ভাগ
৪৫. বাংলাদেশে কত প্রজাতির স্বাদু পানির মাছ আছে?
ক. ১২০ খ. ১৬০
গ. ২১০ ঘ. ২৬০
৪৬. গ্যাবল টাইপ ঘরের ডিজাইনটি নিচের কোনটির জন্য প্রযোজ্য?
ক. হাঁস–মুরগি খ. ছাগল
গ. রুই মাছ ঘ. গরু
৪৭. বাংলাদেশে স্বাদু পানির মাছের মধ্যে কত প্রজাতির মাছ চরম বিপন্ন?
ক. ১০টি খ. ১২টি
গ. ১৪টি ঘ. ১৬টি
৪৮. মাছ চাষের প্রধান পুকুর কোনটি?
ক. নার্সারি পুকুর খ. লালন পুকুর
গ. মজুত পুকুর ঘ. পুকুর
৪৯. রুইজাতীয় মাছ বৃদ্ধির জন্য সবচেয়ে ভালো তাপমাত্রা কত?
ক. ২৫–৩০° সেলসিয়াস
খ. ২৫–৩৫° সেলসিয়াস
গ. ৩৫–৪০° সেলসিয়াস
ঘ. ৪৫–৫০° সেলসিয়াস
৫০. উদ্ভিদের বংশবিস্তারের জন্য প্রধান মাধ্যম কোনটি?
ক. বীজ খ. কাণ্ড
গ. মূল ঘ. শাখা
সঠিক উত্তর
অধ্যায় ২: ৪১.ক ৪২.গ ৪৩.গ ৪৪.ক ৪৫.ঘ ৪৬.ক ৪৭.খ ৪৮.গ ৪৯.ক ৫০.ক
মিজানুর রহমান, শিক্ষক, ধানমন্ডি সরকারি বালক উচ্চবিদ্যালয়, ঢাকা