আরও কিছু মূল শব্দ ও তার প্রতিশব্দ
দেহ: শরীর, গা, গাত্র, তনু, অঙ্গ।
নদী: নদ, গাঙ, তটিনী, তরঙ্গিণী, নির্ঝরিণী, প্রবাহিণী, স্রোতস্বিনী, স্রোতোবহা
নাক: নাসা, নাসিকা, ঘ্রাণেন্দ্রিয়।
নারী: মানবী, মহিলা, স্ত্রীলোক।
পর্বত: পাহাড়, অদ্রি, গিরি, ভূধর, শৃঙ্গধর, শৈল, অচল।
পা: চরণ, ঠ্যাং, পদ, পাদ।
পাখি: পক্ষী, বিহগ, বিহঙ্গ, খগ, খেচর, শকুন্ত, বিহঙ্গম।
পাথর: অশ্ম, প্রস্তর, শিল, শিলা, উপল, কঙ্কর, কাঁকর, পাষাণ।
পানি: জল, বারি, সলিল, অপ, অম্বু, উদক, তোয়, পয়।
পুত্র: ছেলে, দুলাল, কুমার।
পৃথিবী: ভূ, ধরণি, জগৎ, ভুবন, ধরা, দুনিয়া, বসুধা, ধরিত্রী, জাহান, অবনি, বসুমতী, মর্ত্য, বসুন্ধরা।
পেট: উদর, জঠর, কোঁক, গর্ভ।
ফুল: কুসুম, পুষ্প, পুষ্পক, প্রসূন।
বন: কানন, জঙ্গল, বনানী, অটবি, অরণ্য, অরণ্যানী।
বাগান: উদ্যান, কানন, বাগ, বাগিচা, কুঞ্জ, নিকুঞ্জ, মালঞ্চ।
বুক: উর, বক্ষ, বক্ষঃস্থল, সিনা।
মরণ: মৃত্যু, ইন্তেকাল, বিনাশ, নিপাত, নিধন।
মাথা: শির, মুণ্ড, মস্তক, কল্লা, বরাঙ্গ, মুড়ো।
মানুষ: মানব, মনুষ্য, জন, ইনসান, লোক।
মুখ: আনন, বদন, আস্য, মুখাবয়ব।
মেঘ: অম্বুল, জলদ, জলধর, বারি।
যুদ্ধ: সংগ্রাম, সমর, আহব, বিগ্রহ, রণ।
রাত: রাত্রি, নিশি, নিশা, রজনী, শর্বরী, যামিনী, বিভাবরী।
সমুদ্র: সাগর, দরিয়া, জলধি, জলনিধি, সমুদ্দুর, পাথার, সিন্ধু, পারাবার, সায়র, অর্ণব, নীলাম্বু।
সাপ: সপ৴, অহি, ফণী, নাগ।
সুখ: আনন্দ, হর্ষ, পুলক, খুশি, তৃপ্তি, সন্তোষ, আহ্লাদ।
সূর্য: রবি, অরুণ, তপন, দিনকর, দিবাকর, দিনমণি, আদিত্য, দিননাথ, দিবাবসু, সবিতা, মিহির।
স্বর্ণ: সোনা, কনক, কাঞ্চন, হেম, সুবর্ণ, হিরণ।
হাত: হস্ত, কর, বাহু, ভুজ, পাণি।
আমিনুল ইসলাম, প্রভাষক, উত্তরা মডেল স্কুল, ঢাকা