২১. ‘সাদা সোনা’ বলা হয় কোনটিকে?
ক. পাট খ. চিংড়ি
গ. ধান ঘ. ইলিশ
২২. বন্যাপ্রবণ এলাকায় ব্যবহৃত ধানবীজ কোনটি?
ক. ব্রি ধান-৫২ খ. ব্রি ধান-৫৩
গ. ব্রি ধান-৫৪ ঘ. ব্রি ধান-৫৫
২৩. কৃষিঋণের উৎস কয়টি?
ক. ২টি খ. ৩টি
গ. ৪টি ঘ. ৫টি
উদ্দীপকটি পড়ে ২৪ নম্বর প্রশ্নের উত্তর দাও।
সাব্বির স্নাতকোত্তর শেষ করে কোনো চাকরি না পেয়ে হতাশায় ভুগছে। এ অবস্থায় সে একটি এনজিও থেকে পাঁচ বছর মেয়াদি ঋণ নিয়ে তাদের জমিতে ড্রাগন ফলের চাষ শুরু করে।
২৪. মেয়াদ অনুসারে কৃষিঋণ কত প্রকার?
ক. ২ প্রকার খ.৩ প্রকার
গ. ৪ প্রকার ঘ. ৫ প্রকার
২৫. এনজিও থেকে প্রাপ্ত ৫ বছর মেয়াদি কৃষিঋণ কোন ধরনের ঋণের আওতাভুক্ত?
ক. ক্ষুদ্রঋণ খ. স্বল্পমেয়াদি ঋণ
গ. মধ্যমেয়াদি ঋণ ঘ. দীর্ঘমেয়াদি ঋণ
উদ্দীপকটি পড়ে ২৬ ও ২৭ নম্বর উত্তর দাও।
রাশেদ সাহেব উত্তরাঞ্চলের বাসিন্দা। সেখানে প্রায়ই বন্যা হয়। এ বছর বন্যায় রাশেদ সাহেবের অনেক ধান নষ্ট হয়। তিনি আঞ্চলিক কৃষি অফিসে যাওয়ায় তারা তাঁকে কিছু ধানের বীজ সরবরাহ করে।
২৬. কৃষি অফিস রাশেদ সাহেবকে কোন জাতের বীজ সরবরাহ করেছে?
ক. ব্রি ধান-৫২ খ. ব্রি ধান-৫৩
গ. ব্রি ধান-৫৪ ঘ. ব্রি ধান-৫৫
২৭. কৃষিতে আইসিটি ব্যবহারের ফলে—
i. কৃষির উৎপাদন বৃদ্ধি পায়
ii. আবহাওয়াসংক্রান্ত তথ্য পাওয়া যায়
iii. শস্যরোগের দমন সহজ হয়
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. i ও iii
গ. ii ও iii ঘ. i, ii ও iii
২৮. জলবায়ু পরিবর্তনের ফলে—
i. প্রাণিকুলের প্রজননপ্রক্রিয়া বাধাগ্রস্ত হয়
ii. অতিবৃষ্টি ও অনাবৃষ্টি দেখা দেয়
iii. মাটির আর্দ্রতা হ্রাস পায়
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. i ও iii
গ. ii ও iii ঘ. i, ii ও iii
২৯. শস্য বহুমুখীকরণের ফলে—
i. একাধিক ফসল পাওয়া যায়
ii. বহুমুখী চাহিদা পূরণ হয়
iii. উৎপাদনঝুঁকি হ্রাস পায়
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. i ও iii
গ. ii ও iii ঘ. i, ii ও iii
৩০. কৃষিপণ্য বিপণন সমস্যার সমাধানে প্রয়োজন—
i. বাজার ব্যবস্থার উন্নয়ন
ii. কৃষিপণ্যের বাজার নিয়ন্ত্রণ
iii. পণ্যমূল্যের স্থিতিশীলতা রক্ষা
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. i ও iii
গ. ii ও iii ঘ. i, ii ও iii
সঠিক উত্তর
অধ্যায় ২: ২১.খ ২২.ক ২৩.ক ২৪.খ ২৫.গ ২৬.ক ২৭.ঘ ২৮.ঘ ২৯.ঘ ৩০.ঘ
শেখ আবু সাঈদ আবদুল্লাহ্, প্রভাষক, ভাষাসৈনিক অজিত গুহ মহাবিদ্যালয়, কুমিল্লা