ব্যবসায় সংগঠন ও ব্যবস্থাপনা ২য় পত্র - এইচএসসি ২০২৪

পুনর্বিন্যাসকৃত সিলেবাস অনুসারে

অধ্যায় ১

৮৫. ব্যবস্থাপনা প্রয়োগ করা যায়—

i. পরিবারে

ii. প্রতিষ্ঠানে

iii. রাজনৈতিক ক্ষেত্রে

ক. i ও ii খ. i ও iii

গ. ii ও iii ঘ. i, ii ও iii

৮৬. শিল্পবিপ্লবের সূত্রপাত প্রথম কোথায় ঘটে?

ক. মার্কিন যুক্তরাষ্ট্রে খ. ফ্রান্সে

গ. ব্রিটেনে ঘ. জার্মানিতে

৮৭. কার্য সম্পাদনের কতিপয় পদক্ষেপকে কী বলে?

ক. নীতি খ. রীতি

গ. পদ্ধতি ঘ. প্রক্রিয়া

৮৮. ব্যবস্থাপনা কী?

ক. যেকোনোভাবে কাজ আদায় করা

খ. বস্তুগত সম্পদের যথার্থ ব্যবহার করা

গ. মানুষকে কৌশলের সাথে পরিচালনা করা

ঘ. মানবীয় সম্পদের উন্নয়ন সাধন করা

৮৯. ব্যবস্থাপনাকে প্রক্রিয়া বলার কারণ—

i. এটি কতিপয় কাজের সমষ্টি

ii. এই কাজগুলো ধারাবাহিকভাবে সম্পাদিত হয়

iii. এই কাজগুলো পরস্পর নির্ভরশীল

নিচের কোনটি সঠিক?

ক. i ও ii খ. i ও iii

গ. ii ও iii ঘ. i, ii ও iii

৯০. কখন গণতান্ত্রিক ব্যবস্থাপনার উন্নয়ন ঘটে?

ক. গ্রিক সভ্যতায়

খ. হিব্রু সভ্যতায়

গ. মিশরীয় সভ্যতায়

ঘ. চৈনিক সভ্যতায়

৯১. ব্যবস্থাপনার স্তর কয়টি?

ক. ২টি খ. ৩টি

গ. ৪টি ঘ. ৫টি

সঠিক উত্তর

অধ্যায় ১: ৮৫.ঘ ৮৬.গ ৮৭.ঘ ৮৮.গ ৮৯.ঘ ৯০.ক ৯১.খ

মো. মাজেদুল হক খান, সহকারী অধ্যাপক, রাজউক উত্তরা মডেল কলেজ, ঢাকা