পুনর্বিন্যাসকৃত সিলেবাস অনুসারে
[এর আগের প্রকাশিত লেখা: অর্থ ও অন্বয়গতভাবে ক্রিয়া বিশেষণের শ্রেণিবিভাগ ]
বাক্যের নির্দেশানুসারে রূপান্তর করো।
প্রশ্ন: হৈমন্তী কোনো কথা বলিল না। (অস্তিবাচক)
উত্তর: হৈমন্তী চুপ করিয়া রহিল।
প্রশ্ন: ফুলটি খুব সুন্দর। (বিস্ময়বোধক)
উত্তর: বাহ্, ফুলটি কী সুন্দর!
প্রশ্ন: আমরা নড়লাম না। (অস্তিবাচক)
উত্তর: আমরা অনড় রইলাম।
প্রশ্ন: মিথ্যাবাদীকে সবাই অপছন্দ করে। (নেতিবাচক)
উত্তর: মিথ্যাবাদীকে কেউ পছন্দ করে না।
প্রশ্ন: হৈম তাহার অর্থ বুঝিল না। (অস্তিবাচক)
উত্তর: হৈম তাহার অর্থ বুঝিতে ব্যর্থ হইল।
প্রশ্ন: আত্মাকে চিনলেই আত্মনির্ভরতা আসে। (জটিল)
উত্তর: যখনই আত্মাকে চেনা যায়, তখনই আত্মনির্ভরতা আসে।
প্রশ্ন: যার ভেতরে ভয়, সে–ই বাইরে ভয় পায়। (সরল)
উত্তর: ভেতরের ভয় থাকলেই বাইরে ভয় পায়।
প্রশ্ন: এই আত্মনির্ভরতা যেদিন সত্যি সত্যি আসবে, সেই দিনই আমরা স্বাধীন হব। (সরল)
উত্তর: আমাদের মধ্যে সত্যি সত্যি আত্মনির্ভরতা এলেই আমরা স্বাধীন হব।
প্রশ্ন: যদি পরিশ্রম করো, তাহলে ফল পাবে। (যৌগিক)
উত্তর: পরিশ্রম করো এবং ফল পাবে।
প্রশ্ন: যাদের বুদ্ধি নেই, তারাই এ কথা বিশ্বাস করবে। (সরল)
উত্তর: বুদ্ধিহীনরাই এ কথা বিশ্বাস করবে।
প্রশ্ন: দৃশ্যটি বড়ই সুন্দর। (বিস্ময়সূচক)
উত্তর: বাহ্, কী সুন্দর দৃশ্য!
প্রশ্ন: ইহারা অন্য জাতের মানুষ। (নেতিবাচক)
উত্তর: ইহারা অন্য জাতের মানুষ না হইয়া পারে না।
প্রশ্ন: আমি বহু কষ্টে শিক্ষা লাভ করেছি। (যৌগিক)
উত্তর: আমি বহু কষ্ট করেছি এবং শিক্ষা লাভ করেছি।
প্রশ্ন: বিদ্বান হলেও তার অহংকার নেই। (যৌগিক)
উত্তর: তিনি বিদ্বান এবং তার অহংকার নেই।
প্রশ্ন: শাহানার স্বাস্থ্য ভালো। (নেতিবাচক)
উত্তর: শাহানার স্বাস্থ্য খারাপ নয়।
প্রশ্ন: আমরা পৌঁছে খবর পেলাম জাহাজ ছেড়ে চলে গেছে। (জটিল)
উত্তর: আমরা যখন পৌঁছলাম, তখন খবর পেলাম জাহাজ চলে গেছে।
প্রশ্ন: কী ভয়ংকর ঘটনা! (নির্দেশাত্মক)
উত্তর: ঘটনাটি ভয়ংকর।
প্রশ্ন: অনুগ্রহ করে সব খুলে বলুন। (যৌগিক)
উত্তর: অনুগ্রহ করুন এবং সব খুলে বলুন।
প্রশ্ন: মানুষটা সমস্ত রাত খেতে পাবে না। (প্রশ্নবাচক)
উত্তর: মানুষটা সমস্ত রাত খেতে পাবে কি?
প্রশ্ন: ধর্ম আমাদের ইসলাম কিন্তু প্রাণের ধর্ম আমাদের তারুণ্য। (সরল)
উত্তর: ধর্ম আমাদের ইসলাম হলেও প্রাণের ধর্ম তারুণ্য।
প্রশ্ন: বাড়িটা তারা দখল করেছে। (নেতিবাচক)
উত্তর: এমন নয় যে বাড়িটা তারা দখল করেনি।
প্রশ্ন: এখনই ডাক্তার ডাকা উচিত। (অনুজ্ঞা)
উত্তর: এখনই ডাক্তার ডাকো।
প্রশ্ন: দেখি, সে বিছানায় নাই। (অস্তিবাচক)
উত্তর: দেখি, সে বিছানায় অনুপস্থিত।
প্রশ্ন: কীর্তিমানের মৃত্যু নেই। (জটিল)
উত্তর: যিনি কীর্তিমান, তাঁর মৃত্যু নেই।
মোস্তাফিজুর রহমান, শিক্ষক, বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ পাবলিক কলেজ, ঢাকা