ছয় পর্বের ২য় পর্ব
প্রিয় এইচএসসি ২০২৪ পরীক্ষার্থী, তোমাদের আগামী ১৮ জুলাই বৃহস্পতিবার, ভূগোল ২য় পত্র পরীক্ষা উপলক্ষে গুরুত্বপূর্ণ বহুনির্বাচনি প্রশ্ন (MCQ) সমাধানসহ ছয় পর্বে প্রকাশ করা হচ্ছে। আজকে এখানে থাকছে ১ম পর্ব । ধৈর্য ধরে অনুশীলন করো, তোমাদের জন্য শুভকামনা।
১. বাংলাদেশের মাথাপিছু আয় ( বাংলাদেশ অর্থনৈতিক সমীক্ষা–২০২২) কত মার্কিন ডলার?
ক.২৭২৩ মার্কিন ডলার খ. ২৮২৬ মার্কিন ডলার
গ. ২৮৯০ মার্কিন ডলার ঘ. ২৯০০ মার্কিন ডলার
২. বাংলাদেশের জনসংখ্যার জনসংখ্যার ঘনত্ব প্রতি বর্গকিলোমিটারে ( বাংলাদেশ অর্থনৈতিক সমীক্ষা–২০২২) কত জন?
ক. ১১৪০ জন খ. ১২১৫ জন
গ. ১৩৫৭ জন ঘ. ১৪৩৯ জন
২৭. পরিবার বলতে বোঝায়?
ক. রাজনৈতিক দলকে খ. সামাজিক দলকে
গ. অর্থনৈতিক দলকে ঘ. সাংস্কৃতিক দলকে
৪. জনসংখ্যার জনমিতিক উপাদান হলো—
i. জনসংখ্যার বয়সকাঠামো
ii. জন্মহার
iii. মৃত্যুহার
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. i ও iii গ. ii ও iii ঘ. i, ii ও iii
৫. উন্নয়নশীল দেশগুলোয় জনসংখ্যা বৃদ্ধির কারণ—
i. উচ্চ মৃত্যুহার
ii. উচ্চ জন্মহার
iii. কম মৃত্যুহার
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. i ও iii গ. ii ও iii ঘ. i, ii ও iii
৬. নারীদের প্রজননক্ষমতা থাকে—
i. ১৪-৪৫ বছর পর্যন্ত
ii. ১৫-৪০ বছর পর্যন্ত
iii. ১৫-৪৯ বছর পর্যন্ত
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. i ও iii গ. ii ও iii ঘ. i, ii ও iii
৭. জন্মহার কম দেখা যায়—
i. শিক্ষকদের মধ্যে
ii. শ্রমজীবীদের মধ্যে
iii. আইনজীবীদের মধ্যে
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. i ও iii গ. ii ও iii ঘ. i, ii ও iii
৮. পঞ্চম আদমশুমারি (আদমশুমারি–২০১১ )রিপোর্ট অনুযায়ী বাংলাদেশে প্রতি বর্গকিলোমিটারে জনসংখ্যার গড় জনসংখ্যার কত?
ক. ৯৯৬ জন খ. ১০১৫ জন
গ. ১১৫৭ জন ঘ. ১০৩৯ জন
৯. ‘জনমিতিক ট্রানজিশনাল মডেল’ প্রথম কে উপস্থাপন করেন?
ক.আইজ্যাক নিউটন খ. ওয়ারেন থমসন
গ. থমান মান ঘ. জোহান মেন্ডেল
১০. প্রাচীনকালে মানুষ কীভাবে অভিগমন করত?
ক. হেঁটে খ. নৌকা করে
গ. গরুর গাড়ি করে ঘ. ঘোড়ার গাড়ি করে
সঠিক উত্তর: ১. ক ২.ঘ ৩. খ ৪. ঘ ৫.গ ৬. ঘ ৭. খ ৮. খ ৯.খ ১০. ক
১১. ঢাকা থেকে ঝালকাঠি এসে বসবাস করা কোন ধরনের অভিগমন?
ক. আদি খ. অভ্যন্তরীণ আঞ্চলিক
গ. অভ্যন্তরীণ ঘ. আধুনিক
নিচের উদ্দীপকের আলোকে ১২ ও ১৩ নম্বর প্রশ্নের উত্তর দাও:
রহিম উচ্চশিক্ষার জন্য আমেরিকা গমন করল। পড়ালেখা শেষে সেখানেই সে চাকরি করতে থাকে। প্রতি মাসে সে তার মা-বাবার জন্য দেশে টাকা পাঠিয়ে থাকে।
১২. উদ্দীপকে রহিমের অভিগমনটি কোন ধরনের?
ক. অভ্যন্তরীণ খ. আন্তর্জাতিক
গ. রাজনৈতিক ঘ. সাময়িক
১৩. উদ্দীপকের অভিগমনের ফলে কোন ধরনের প্রভাব বিদ্যমান—
i. জনসংখ্যা ওপর
ii. অর্থনীতির ওপর
iii. সামাজিক কর্মকাণ্ডের ওপর
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. i ও iii গ. ii ও iii ঘ. i, ii ও iii
১৪. জনমিতিক ট্রানজিশনাল মডেল কত সালে উপস্থাপন করা হয়?
ক. ১৯০৯ সালে খ. ১৯১৯ সালে
গ. ১৯২৯ সালে ঘ. ১৯৩৯ সালে
১৫. বাংলাদেশের সর্বশেষ আদমশুমারি হয় কত সালে?
ক. ২০০১ সালে খ. ২০০৭
গ. ২০২২ সালে ঘ. ২০১৫ সালে
১৬. জনমিতিক ট্রানজিশনাল তত্ত্বে বাংলাদেশ প্রারম্ভিক সম্প্রসারণশীল স্তরে অবস্থানের কারণ কোনটি?
ক. চিকিৎসাব্যবস্থার উন্নয়ন খ. খাদ্যঘাটতির হ্রাস
গ. মাথাপিছু আয় বৃদ্ধি ঘ. যোগাযোগব্যবস্থার উন্নয়ন
১৭. জনমিতিক ট্রানজিশনাল মডেলের ধাপ বা স্তর কয়টি?
ক. ২ টি খ. ৪ টি
গ. ৫ টি ঘ. ৬ টি
১৮. কোন দেশটি জনমিতিক ট্রানজিশনাল মডেলের তৃতীয় পর্যায়ে পড়ে?
ক. বাংলাদেশ খ. ভারত
গ. জাপান ঘ. শ্রীলঙ্কা
১৯. নিচের চিত্রটি কোন ধরনের বয়স–পিরামিড প্রকাশ করে?
ক. সুষম আকৃতিবিশিষ্ট খ. পরিবর্ধনশীল
গ. সংকোচনশীল ঘ. গঠনমূলক
২০. বয়সকাঠামো নির্ধারণের পদ্ধতি হলো—
i. বয়সদল
ii. বয়স–পিরামিড
iii. নারী-পুরুষ অনুপাত
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. i ও iii গ. ii ও iii ঘ. i, ii ও iii
সঠিক উত্তর: ১১. গ ১২. খ ১৩. খ ১৪. গ ১৫. গ ১৬. ক ১৭. খ ১৮. গ ১৯. খ ২০. ক
২১. নারী-পুরুষের অনুপাত দ্বারা প্রকাশ পায়—
i. মোট জনসংখ্যার নারী বা পুরুসের শতকরা হার
ii. জনসংখ্যার প্রবৃদ্ধি
iii. প্রতি ১০০ বা ১০০০ নারীতে পুরুষের সংখ্যা অথবা এর বিপরীত
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. i ও iii গ. ii ও iii ঘ. i, ii ও iii
২২. জনসংখ্যা–পিরামিডে দেখানো যাবে বাংলাদেশের—
i. নারীর সংখ্যা
ii. পুরুষের সংখ্যা
iii. বয়সস্তর
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. i ও iii গ. ii ও iii ঘ. i, ii ও iii
নিচের উদ্দীপকের আলোকে ২৩ ও ২৪ নম্বর প্রশ্নের উত্তর দাও:
২৩. উদ্দীপকের পিরামিডটি কোন ধরনের দেশের জনসংখ্যার প্রতীক?
ক. উন্নত খ. উন্নয়নশীল
গ. অনুন্নত ঘ. স্বল্পোন্নত
২৪. ওই জনসংখ্যা–পিরামিডের দেশে নির্ভরশীলতার হার বাংলাদেশের তুলনায় কেমন?
ক. কম খ. বেশি
গ. সমান ঘ. কোনো নির্ভরশীল জনসংখ্যা নেই
২৫. বাংলাদেশের কোন ধরনের অঞ্চলে জনসংখ্যা সবচেয়ে কম?
ক. সমতল অঞ্চলে খ. উপকূলীয় অঞ্চলে
গ. পাহাড়ি অঞ্চলে ঘ. দ্বীপ অঞ্চলে
২৬. জনসংখ্যা বৃদ্ধির জন্য কোনটির ওপর বিরূপ প্রভাব পড়ে না?
ক. জনস্বাস্থ্য খ. বাসস্থান
গ. জনশক্তি রপ্তানি ঘ. আবাদযোগ্য জমি
২৭. একটি দেশের জনসংখ্যাকে ওই দেশের আয়তন দিয়ে ভাগ করলে কী পাওয়া যাবে?
ক. জনসংখ্যার ঘনত্ব খ. জনসংখ্যার জন্মহার
গ. জনসংখ্যার মৃত্যুহার ঘ. জনসংখ্যার অভিগমন
২৮. কোনো এলাকার জনসংখ্যার পরিবর্তন নির্ভর করে—
i. জন্মহার
ii. মৃত্যুহার
iii. অভিগমন
২৯. অভ্যন্তরীণ অভিগমনের কারণ কী?
ক. সংস্কৃতির ভিন্নতা খ. জনসংখ্যার চাপ
গ. জলবায়ু পরিবর্তন ঘ. ধর্মীয় কারণ
৩০. মানচিত্রে জনসংখ্যার বণ্টন দেখানোর জন্য উপযুক্ত পদ্ধতি হলো—
i. স্তম্ভলেখ
ii. জায়াপাত
iii. বিন্দু
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. i ও iii গ. ii ও iii ঘ. i, ii ও iii
সঠিক উত্তর: ২১. খ ২২. ঘ ২৩. খ ২৪. গ ২৫. গ ২৬. গ ২৭. ক ২৮. ঘ ২৯. খ ৩০. গ
৩১. নাতিবিরল প্রতি বর্গকিলোমিটারে অঞ্চলে জনসংখ্যার ঘনত্ব কত?
ক. ৫০১-১০০০ জন খ. ১০০১-১৫০০ জন
গ. ১০০১-২০০০ জন ঘ. ২০০১+ জন
৩২. আদমশুমারি ২০১১ অনুসারে মোট জনসংখ্যার কত শতাংশ গ্রামে বাস করে?
ক. ৬৩.৫৭% খ. ৬৮.৪৭%
গ. ৭৮.৫৭% ঘ. ৯১.৩২%
৩৩. বাংলাদেশের মাথাপিছু আবাদি জমির পরিমাণ কত?
ক. ০.১৫ হেক্টর খ. ০.২৫ হেক্টর
গ. ০.২৮ হেক্টর ঘ. ০. ১.৮ হেক্টর
৩৪. জনমিতিক ট্রানজিশনাল মডেলে কী ব্যাখ্যা করা হয়?
ক. জন্মহার খ. মৃত্যুহার
গ. জনসংখ্যা বৃদ্ধি
ঘ. জন্মহার ও মৃত্যুহার
৩৫. ২০০ পরিবারের অধিক সদস্য একসঙ্গে বসবাস করে কোন বসতিতে?
ক. পল্লি বসতিতে খ. গ্রাম্য বসতিতে
গ. বিক্ষিপ্ত বসতিতে ঘ. নিবিড় বসতিতে
৩৬. অভিগমন জনসংখ্যা পরিবর্তনের জন্য কিরূপ প্রক্রিয়া?
ক. সহায়ক খ. অবাধ
গ. জনমিতিক ঘ. পরিপূরক
৩৭. উন্নত বিশ্বে অভিগমনের ধরন কেমন?
ক. শহর থেকে গ্রামে খ. গ্রাম থেকে গ্রামে
গ. শহর থেকে শহরে ঘ. গ্রাম থেকে শহরে
নিচের উদ্দীপকটি পড়ে ৩৮ ও ৩৯ নম্বর প্রশ্নের উত্তর দাও:
২০১৯ সালে ১০ লাখের মতো রোহিঙ্গা তাদের নিজ দেশ মিয়ানমার থেকে পালিয়ে বাংলাদেশে আশ্রয় নেয়।
৩৮. রোহিঙ্গাদের ক্ষেত্রে কোন ধরনের অভিগমন ঘটেছে?
ক. অভ্যন্তরীণ খ. আন্তর্জাতিক
গ. জোরপূর্বক ঘ. জীবন বাঁচানোর জন্য
৩৯. এ ধরনের অভিগমনের ফলাফল হলো—
i. জনসংখ্যার পরিবর্তন হওয়া
ii. আর্থসামাজিক অবস্থার ওপর প্রভাব পড়া
iii. উদ্বাস্তুর সংখ্যা বৃদ্ধি পাওয়া
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. i ও iii গ. ii ও iii ঘ. i, ii ও iii
৪০. বৈবাহিক অবস্থা একটি দেশকে প্রবাহিত করে কীভাবে?
ক. জনমিতিক দিক থেকে খ. অর্থনৈতিক দিক থেকে
গ. রাজনৈতিক দিক থেকে ঘ. সামাজিক দিক থেকে
সঠিক উত্তর: ৩১. ক ৩২. ক৩৩. খ ৩৪. ঘ ৩৫. ঘ ৩৬. গ ৩৭. ক ৩৮. খ ৩৯. ঘ ৪০. ক
মো. শাকিরুল ইসলাম, প্রভাষক, ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজ, ঢাকা