সংক্ষেপে জেনে রাখি - ক্যাটফিশ, গর্জনশীল চল্লিশ, জলবায়ু শরণার্থী, দারিদ্র্যের দুষ্টচক্র

ক্যাটফিশ

যেসব মাছের শরীরে আঁশ নেই, মুখে বিড়ালের মতো লম্বা দাড়ি থাকে, তাদের ক্যাটফিশ বলে। এরা সিলুরিফরমিস বর্গের অন্তর্ভুক্ত। যেমন শিং, মাগুর বোয়াল, আইড়, মহাশোল ইত্যাদি মাছ।

গর্জনশীল চল্লিশ

দক্ষিণ গোলার্ধে জলভাগের পরিমাণ বেশি। তাই এখানে পশ্চিমা বায়ু প্রবল বেগে প্রবাহিত হয়। ৪০ ডিগ্রি থেকে ৪৭ ডিগ্রি দক্ষিণ অক্ষাংশ পর্যন্ত অঞ্চলে পশ্চিমা বায়ুর গতিবেগ সর্বাপেক্ষা বেশি থাকে বলে এ অঞ্চলকে গর্জনশীল চল্লিশ বা গর্জনশীল চল্লিশা বলে।

জলবায়ু শরণার্থী

পরিবেশগত অভিবাসীদের একটি অংশ যারা জলবায়ুর আকস্মিক বা ধীর পরিবর্তনের কারণে তাঁদের বাসস্থান হারিয়ে অন্য কোনো স্থানে আশ্রয় নিয়ে থাকেন, তাঁদের জলবায়ু শরণার্থী বলে। প্রাকৃতিক পরিবেশের পরিবর্তন যেমন সমুদ্রজলের উচ্চতা বৃদ্ধি, চরম আবহাওয়া এবং খরা বা জলের ঘাটতির কারণে জলবায়ু শরণার্থীর উদ্ভব হয়।

দারিদ্র্যের দুষ্টচক্র

অনুন্নত দেশে কম উত্পাদনের কারণে আয় কম হয়। আয় কম হলে তখন সঞ্চয়ও কম হয়। সঞ্চয় কম হওয়ার কারণে মূলধন কম হয়। ফলে বিনিয়োগ কম হয়। আর বিনিয়োগ কম হয় বলে উত্পাদনও কম হয়। এ অবস্থাকে বলে দারিদ্র্যের দুষ্টচক্র।