প্রতিদিন ছোট–বড় যেকোনো সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে বা যেকোনো সমস্যা সমাধানের জন্য আমাদের তথ্যের প্রয়োজন হয়। তবে এই তথ্য নেওয়ার প্রক্রিয়ায় কখনো কখনো আমাদের কাছে ভুল তথ্য চলে আসে। যার ফলে অনেক সময়ই আমরা ভুল সিদ্ধান্ত নিয়ে ফেলি। এখন আমরা সঠিক তথ্য যাচাই করে কীভাবে সঠিক সিদ্ধান্ত নিতে পারি, তার সঠিক প্রক্রিয়াটি জানব।
যেকোনো তথ্য বিশ্বাস করার আগে আমরা যাচাই করে নেব। সেই সঙ্গে আমাদের পরিবার বা আশপাশের মানুষ যেসব তথ্যের যথার্থতা নিয়ে বিভ্রান্তিতে আছেন, তাঁদেরকেও সঠিক তথ্য দিয়ে সহায়তা করব। এটিই হবে আমাদের ‘তথ্য যাচাই অভিযান’।
আমরা যেহেতু তথ্য যাচাই করে সঠিক তথ্য খুঁজে বের করব, তাই কী কী প্রক্রিয়ায় ভুল তথ্য আসতে পারে, সেটি বুঝে নেব। এর আগে আমরা কোনো তথ্য সঠিক কি না, তা যাচাইয়ের কিছু সাধারণ নিয়ম জেনে তথ্য যাচাই করেছিলাম। এখন আমরা প্রযুক্তি ব্যবহার করে তথ্যের যথার্থতা যাচাই করব।
একটি সংবাদ প্রতিবেদনের শিরোনামে সংবাদ ছাপানো হয়েছে একটি প্রতিষ্ঠানের সভাপতি নির্বাচিত হয়েছেন ‘ক’ নামক একজন ব্যক্তি। সেই সংবাদের সঙ্গে যে ব্যক্তির ছবি ছাপানো হয়েছে, যেটি ‘ক’ নামক ব্যক্তির ছবি না। এটি একটি ভুল তথ্য। কিন্তু সংবাদ কর্তৃপক্ষ ইচ্ছা করে এ ভুলটি করেনি। এটিকে অনিচ্ছাকৃত ভুল তথ্য বা মিসইনফরমেশন বলা হয়।
একটি ভিডিও প্রতিবেদনে দেখা যাচ্ছে, একটি রেস্টুরেন্টে ‘নিরাপদ খাদ্য অভিযান’ পরিচালিত হচ্ছে। প্রতিবেদন যিনি বর্ণনা করছেন, তিনি বলছেন এই রেস্টুরেন্টের নাম ‘গ’, এখানে মেয়াদোত্তীর্ণ মসলা দিয়ে খাবার বানানো হয়, জনজীবনের জন্য ক্ষতিকর। প্রকৃতপক্ষে যে রেস্টুরেন্ট ভেজাল খাবার তৈরি করছে, সেই রেস্টুরেন্টের নাম ‘খ’। ‘গ’ রেস্টুরেন্টের ক্ষতি করার জন্য একজন ব্যক্তি বা প্রতিষ্ঠান ‘খ’ ওপর তৈরি করা ভিডিও প্রতিবেদনটি ডাউনলোড করে শব্দ (ভয়েস ওভার) পরিবর্তন করে ‘গ’ রেস্টুরেন্টের নাম ব্যবহার করে ইন্টারনেটে আপলোড দিয়েছে। এ ধরনের ইচ্ছাকৃত প্রচারিত ভুল সংবাদকে ভুল তথ্য বা ফেক নিউজ বা ডিসইনফরমেশন বলা হয়।
অনেক সময় কোনো সঠিক সংবাদও ভুল–বোঝাবুঝি তৈরি করতে পারে। ‘ক’ নামক একটি বেসরকারি প্রতিষ্ঠানের চেয়ারম্যানকে তার ভালো কাজের জন্য পুরস্কৃত করা হলো। এই সময় ‘পরিকল্পিত অপরাধের তদন্ত চলছে ‘ক’ প্রতিষ্ঠানের চেয়ারম্যানের বিরুদ্ধে’ শিরোনামে পূর্বের একটি খবর ব্যাপকভাবে প্রচার করা শুরু করল বিভিন্ন সোশ্যাল মিডিয়া থেকে। সংবাদটি সঠিক কিন্তু ওই সময়ে ওই প্রতিষ্ঠানের চেয়ারম্যান ছিলেন অন্য আরেকজন ব্যক্তি। কিন্তু অনেকে ভাবলেন এই পুরস্কারপ্রাপ্ত চেয়ারম্যানই অপরাধ করেছেন। অর্থাৎ সঠিক সংবাদটি একজন ব্যক্তি বা প্রতিষ্ঠানের জন্য ক্ষতির কারণ হয়ে দাঁড়াল। ব্যক্তি, দল, প্রতিষ্ঠান বা রাষ্ট্রের ক্ষতি করার উদ্দেশ্যে সঠিক সংবাদকে ভিন্ন পরিস্থিতিতে ব্যবহার করলে একে অপতথ্য বা ম্যালইনফরমেশন বলা হয়।
প্রকাশ কুমার দাস, সহকারী অধ্যাপক, মোহাম্মদপুর প্রিপারেটরি স্কুল অ্যান্ড কলেজ, ঢাকা