প্রিয় শিক্ষার্থী, প্রথমে তোমরা নিচের তিনটি বাক্য লক্ষ করো।
১. চেষ্টা করলে সফল হবে।
২. যদি চেষ্টা করো, তবে সফল হবে।
৩. চেষ্টা করো, সফল হবে।
এখন ওপরের বাক্য তিনটি দেখে নিচের প্রশ্নগুলোর উত্তর খুঁজে বের করো।
প্রশ্ন: ওপরের বাক্যগুলো একই অর্থ প্রকাশ করছে কি না?
উত্তর: হ্যাঁ।
প্রশ্ন: বাক্য তিনটির গঠন এক রকমের কি না?
উত্তর: না।
প্রশ্ন: কোন বাক্যে কেবল একটি সমাপিকা ক্রিয়া আছে?
উত্তর: চেষ্টা করলে সফল হবে।
প্রশ্ন: কোন বাক্যের একটি অংশ অন্য অংশের সাহায্য ছাড়া পুরোপুরি অর্থ প্রকাশ করে না?
উত্তর: যদি চেষ্টা করো, তবে সফল হবে।
প্রশ্ন: কোন বাক্যে একাধিক সমাপিকা ক্রিয়া আছে?
উত্তর: যদি চেষ্টা করো, তবে সফল হবে।
বিভিন্ন ধরনের বাক্য: গঠন অনুযায়ী বাংলা বাক্যকে তিন ভাগে ভাগ করা যায়:
১. সরল বাক্য, ২. জটিল বাক্য ও ৩. যৌগিক বাক্য।
১. সরল বাক্য: যেসব বাক্যে কেবল একটি সমাপিকা ক্রিয়া থাকে, সেগুলো সরল বাক্য। উদাহরণ: জসিম ভাত খায়।
২. জটিল বাক্য: যেসব বাক্যের একটি অংশ অন্য অংশের সাহায্য ছাড়া পুরোপুরি অর্থ প্রকাশ করতে পারে না, সেসব বাক্যকে জটিল বাক্য বলে। উদাহরণ: যে ছেলেটি গতকাল এসেছিল, সে আমার ভাই।
৩. যৌগিক বাক্য: একাধিক বাক্য যখন যোজক দিয়ে যুক্ত হয়ে একটি বাক্যে পরিণত হয়, তখন তাকে যৌগিক বাক্য বলে। উদাহরণ: সীমা বই পড়ছে আর হাবিব ঘর গোছাচ্ছে।
জাহেদ হোসেন, সিনিয়র শিক্ষক, বিয়াম মডেল স্কুল অ্যান্ড কলেজ, ঢাকা