বাংলা - পঞ্চম শ্রেণি

পঞ্চম শ্রেণির পড়াশোনা

[পূর্ববর্তী লেখার পর]

স্মরণীয় যাঁরা চিরদিন

৩. প্রশ্ন: শহিদ সাবের কে ছিলেন? তিনি কীভাবে শহিদ হন?

উত্তর: তত্কালীন দৈনিক সংবাদ ছিল প্রগতিশীল একটি সংবাদপত্র। এ সংবাদপত্রের নিয়মিত সাংবাদিক ছিলেন শহিদ সাবের। এ ছাড়া তিনি ছিলেন একজন প্রখ্যাত লেখক। ২৫ মার্চ রাতে শহিদ সাবের বাসায় যেতে পারেননি। পত্রিকা অফিসেই ঘুমিয়ে পড়েন। মাঝরাতেই শুরু হয় পাকিস্তানিদের হত্যাযজ্ঞ। তারা দৈনিক সংবাদ অফিসে আগুন ধরিয়ে দেয়। সে আগুনে পুড়েই মারা যান প্রখ্যাত সাংবাদিক ও লেখক শহিদ সাবের।

৪. প্রশ্ন: রাজাকার আলবদর কারা? তাদের কর্মকাণ্ড সম্পর্কে লেখো।

উত্তর: স্বাধীনতাযুদ্ধের সময় যেসব বাঙালি পাকিস্তানি সেনাদের সহায়তা করত, তারাই রাজাকার ও আলবদর।

মুক্তিযুদ্ধ শুরু হলে এ দেশের কিছু অসাধু, লোভী, পাষণ্ড ও দেশদ্রোহী যোগ দেয় ওই সব বাহিনীতে। ফলে যখন পাকিস্তানি সেনারা এ দেশে জুলুম চালায়, তখন তারা পাকিস্তানি সেনাদের নানাভাবে সাহায্য করতে থাকে।

পাকিস্তানিদের সাহায্যকারী এসব মানুষকেই রাজাকার ও আলবদর বলা হয়। রাজাকার, আলবদর বাহিনীর প্রধান কাজ ছিল পাকিস্তানিদের সাহায্য করা। মানুষের সম্পদ ও খাবার লুট করে এরা পাকিস্তানিদের কাছে তুলে দিত। এ ছাড়া মুক্তিযোদ্ধাদের গতিবিধির খবর পাকিস্তানি সেনাদের কাছে পৌঁছে দিত। তাদের প্রধান উদ্দেশ্য ছিল, পাকিস্তানিদের বাঙালি হত্যা পরিকল্পনাকে সফল করে তোলা।

খন্দকার আতিক, শিক্ষক, উইল্​স লিট্​ল ফ্লাওয়ার স্কুল অ্যান্ড কলেজ, ঢাকা

[পরবর্তী দিনের লেখা]