দশম শ্রেণির পড়াশোনা
১১. ‘ভূগোল হলো প্রকৃতির সঙ্গে সম্পর্কিত বিজ্ঞান।’— কে বলেছেন?
ক. আলেকজান্ডার ফন হামবোল্ট
খ. অ্যাকারম্যান
গ. কার্ল রিটার
ঘ. ই এ ম্যাকনি
১২. ভৌত পরিবেশ ও এতে কার্যরত বিভিন্ন প্রক্রিয়া অন্তর্ভুক্ত থাকে যে বিদ্যায় তাকে কী বলে?
ক. প্রাকৃতিক ভূগোল
খ. সমাজবিদ্যা
গ. সমুদ্রবিদ্যা
ঘ. কার্যকরী বিদ্যা
১৩. পৃথিবীর কত অংশ সমুদ্র?
ক. এক-চতুর্থাংশ খ. দুই-চতুর্থাংশ
গ. তিন-চতুর্থাংশ ঘ. চার-পঞ্চমাংশ
১৪. কোনটি ভূমিরূপবিদ্যার অন্তর্ভুক্ত?
ক. অশ্মমণ্ডলের উপরিভাগ
খ. নগ্নীভবন ও ক্ষয়ীভবনের ভূমিরূপ পরিবর্তন
গ. পৃথিবীর ভূপ্রকৃতি
ঘ. পৃথিবীর জলবায়ু
১৫. অর্থনৈতিক ভূগোলের আলোচ্য বিষয় কোনটি?
ক. বায়ুমণ্ডল খ. বারিমণ্ডল
গ. জলবায়ু ঘ. পশুপালন
১৬. বর্তমানে ভূগোলের সঙ্গে কী সম্পৃক্ত করে পড়ানো হয়?
ক. ভূত্বক খ. পরিবেশ
গ. গুরুমণ্ডল ঘ. জলবায়ু
১৭. পৃথিবীর উষ্ণতা বৃদ্ধি, গ্রিনহাউস প্রতিক্রিয়া ও এর প্রভাব জানতে কোনটি প্রয়োজন?
ক. ভূগোল ও পরিবেশ পাঠ
খ. গণিত পাঠ
গ. কৃষিশিক্ষা পাঠ
ঘ. সামাজিক বিজ্ঞান পাঠ
১৮. ‘পৃথিবীর পৃষ্ঠের পরিবর্তনশীল বৈশিষ্টে৵র যথাযথ যুক্তিসংগত ও সুবিন্যস্ত বিবরণের সাথে সংশ্লিষ্ট বিষয় হলো ভূগোল’— এ উক্তিটি কার?
ক. অ্যাকারম্যান খ. ইমানুয়েল কান্ট
গ. রিচার্ড হার্টশোন ঘ. আলেকজান্ডার ফন হামবোল্ট
১৯. ‘পরিবেশ বলতে স্থান ও কালের কোনো নির্দিষ্ট বিন্দুতে মানুষকে ঘিরে থাকা সকল অবস্থার যোগফলকে বোঝায়।’— এ উক্তিটি কার?
ক. আলেকজান্ডার ফন হামবোল্ট
খ. অ্যাকারম্যান
গ. সি সি পার্ক
ঘ. ইরাটোসথেনিস
২০. প্রকৃতির সব দান মিলেমিশে কী তৈরি হয়?
ক. ভূগোল খ. পরিবেশ
গ. সমাজ ঘ. সংস্কৃতি
সঠিক উত্তর
অধ্যায় ১: ১১.ক ১২.ক ১৩.গ ১৪.খ ১৫.ঘ ১৬.খ ১৭.ক ১৮.গ ১৯.গ ২০.খ
মো. শাকিরুল ইসলাম, প্রভাষক, ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজ, ঢাকা